সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্রনীল ঘোষের কি বিয়ে হবে না? বিয়ে হবে না রুদ্রনীল ঘোষের? এই প্রশ্ন বহুদিনের। নানা সময়ে নানা রটনা রটেছে। কিন্তু তা এখনও পর্যন্ত ঘটনায় পরিণত হয়নি। সোমবার জীবনের নতুন বছরে পা রাখলেন তারকা। এদিনই তাঁর বিয়ের কামনা করে ফিডিং বোতল দিয়ে পান করানো হল মদ।
এদিন নিজের জন্মদিনে জমকালো পার্টির আয়োজন করেন রুদ্রনীল। অতিথি তালিকায় ছিলেন আবির চট্টোপাধ্যায়, শিলাজিৎ, জীতু কমল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন, সৃজিত মুখোপাধ্যায়, চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত, সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো ব্যক্তিত্ব। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এসেছিলেন। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় অদিতি মুন্সি, রূপাঞ্জনা মিত্র, অনন্যা চট্টোপাধ্যায়, রণজয় বিষ্ণু, ঋষভ বসু, সৌরভ দাস, দর্শনা বণিক।
সেখানেই এক অতিথি রুদ্রনীলের জন্য ফিডিং বোতলে মদ ভরে এনেছিলেন। তা দেখেই অভিনেতা বলেন, "বোতল দিয়েছে যাতে আমার বিয়ে হয়, সংসার হয় সেই জন্য।" তারকার কথা শেষ হতে না হতেই ফিডিং বোতলটি দিয়ে মদ্যপান করানো হয়।
শোনা গিয়েছে, পদ্মনাভ দাশগুপ্ত নাকি বরের পোশাকের প্রতীক হিসেবে প্রিয় রুডিকে পাজামা-পাঞ্জাবিও দিয়েছেন। রুদ্রনীলের হাত ধরে রূপা গঙ্গোপাধ্যায়কে নাচতেও দেখা গিয়েছে। আবার প্রিয় বন্ধুর অনুষ্ঠানে গানও গেয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ।
এর আগে বিয়ে সম্পর্কে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রুদ্রনীল জানান, তিনিও বন্ধু পরমব্রতর মতোই হঠাৎ করে বিয়ে করে ফেলতে চান। প্রায় ১০ বছর ধরে তাঁর বিয়ে করার প্ল্যান রয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অনুরাগীদের কামনা, জীবনের এই নতুন বছরে অভিনেতা তথা রাজনীতিবিদের পাত্রী লাভ হোক।