সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মীদের বেতন দিতে পারছে না পাকিস্তান (Pakistan)। তাই বালোচিস্তানে ইমরান খানের প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে। পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন কয়েকশো সরকারি কর্মী।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বালোচিস্তানের রাজধানী কোয়েটায় ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে সরকারের ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এজেন্সি’র কর্মীরা। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে বেতন দিচ্ছে না সরকার। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনও দেওয়া হচ্ছে না। প্রতিবাদীদের দাবি, সমস্ত বকেয়া দ্রুত মিটিয়ে দিতে হবে। ইসলামাবাদের সমস্যা আরও বাড়িয়ে, বালোচিস্তানের শ্রমিক সংগঠনগুলির নেতারা জানিয়েছেন প্রাদেশিক সরকারের নীতি শ্রমিক বিরোধী। তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভ চলবে। শ্রমিক সংগঠনগুলি আরও হুমকি দিয়েছে, বকেয়া মিটিয়ে না দিলে শুধুমাত্র কোয়েটা নয়, গোটা বালোচিস্তানে বিক্ষোভ শুরু করা হবে।
[আরও পড়ুন: তিব্বতে কমিউনিস্ট শাসনের খাঁড়া, এবার বেজিংয়ের নিশানায় যাযাবর গোষ্ঠী]
উল্লেখ্য, করোনা মহামারী ও প্রধানমন্ত্রী ইমরান খান প্রশাসনের নীতিগত ব্যর্থতার জেরে কার্যত দেউলিয়া পাকিস্তান। গত বছর বেতন না পাওয়ার অভিযোগ জানিয়ে টুইটারে সরব হয়েছিলেন সার্বিয়ার পাক (Pakistan) দূতাবাসের কর্মীরা। দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে দাবি করা হয়, তাদের কর্মীরা ৩ মাস বেতন পাননি। এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে নীরব থাকা কোনও ভাবেই সম্ভব নয়। সেই টুইট ঘিরে শোরগোল পড়ে যায়। আন্তর্জাতিক মঞ্চে মুখ পোড়ে ইসলামাবাদের।
বলে রাখা ভাল, গত কয়েকমাসে বালোচিস্তানে পাকিস্তান বিরোধী আন্দোলন আরও তীব্র হয়েছে। এহেন সময়ে সরকারি কর্মীদের অসন্তোষ পরিস্থিতি আরও ঘোরাল করে তুলেছে। গত জানুয়ারি মাসে বালোচ বিদ্রোহী সংগঠনগুলির সঙ্গে ভয়াবহ লড়াই হয় পাক সেনাবাহিনীর। বিদ্রোহ দমনে নির্বিচারে গুমখুন চালাচ্ছে পাক ফৌজ বলেও অভিযোগ। সেই সমস্ত অভিযোগ নিয়ে সপ্তাহখানেক আগেই স্বাধীন বালোচিস্তানের দাবিতে পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে দরবার করেছে বালোচ রাজপরিবার।