shono
Advertisement

মহিষবাথানের একটি ক্লাবে দুষ্কৃতী হামলা, চলল গুলি

নেপথ্যে কী শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব? The post মহিষবাথানের একটি ক্লাবে দুষ্কৃতী হামলা, চলল গুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:39 AM Mar 10, 2019Updated: 10:18 AM Mar 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে সল্টলেকে দুষ্কৃতী তাণ্ডব। মহিষবাথানে একটি ক্লাবে দুষ্কতীদের হামলা, চলল গুলিও। ঘটনায় আহত ৪ জন ক্লাব সদস্য। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Advertisement

[বাজির দোকানের আড়ালে বিস্ফোরক তৈরির কারখানা, গোয়েন্দাদের জালে এক]

লোকসভা ভোটের মুখে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার রাতে সল্টলেকে তাঁর বাড়িতে গিয়েছিলেন পদ্মশিবিরের নেতা মুকুল রায়। শনিবার শাসকদলের উত্তর ২৪ পরগনা জেলা কোর কমিটির বৈঠকে গরহাজির ছিলেন সব্যসাচী। বিধাননগরের মেয়রের বিরুদ্ধে দল ব্যবস্থা নিতে পারে বলে শোনা যাচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন মহিষবাথানে একটি ক্লাবে হামলা চালাল দুষ্কৃতীরা। ক্লাবের সদস্যরা সকলেই সব্যসাচী দত্তের অনুগামী বলে জানা গিয়েছে।

শনিবার রাতে সল্টলেকে মহিষবাথান এলাকার মিলিত সংঘ ক্লাবে পুজো চলছিল। ক্লাব সদস্যরা জানিয়েছেন, রাতে যখন তাঁরা পুজো নিয়ে ব্যস্ত ছিলেন, তখনই বাইকে করে এসে ক্লাবে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ক্লাবে ভাঙচুর চলে, মারধর করা সদস্যদের। এমনকী, ক্লাবের সামনে দশ রাউন্ড গুলিও চলে। হামলার ঘটনায় মিলিত সংঘ ক্লাবের ৪ জন সদস্য আহত হয়েছেন। অভিযোগ, ওই ক্লাবে হামলা চালিয়েছেন পাশের ওয়ার্ডে কাউন্সিলর জয়দেব নস্কর। তিনি শাসকদলের বিধায়ক ও মন্ত্রী সুজিত বসুর অনুগামী বলে পরিচিত। এদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত সল্টলেকের মহিষাবাথান এলাকার বাসিন্দারা। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ 

দেখুন ভিডিও:

The post মহিষবাথানের একটি ক্লাবে দুষ্কৃতী হামলা, চলল গুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement