সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ল্যাপে এসে জমে উঠেছে আইএসএল (ISL)। লিগ শিল্ড কে জিতবে, তা এখনও নিশ্চিত নয়। লিগ শিল্ড জেতার দৌড়ে এগিয়ে মুম্বই সিটি। তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান (Mohun Bagan)।
সবুজ-মেরুন শিবিরের জন্য রাস্তা খানিকটা কঠিন। দুটো ম্যাচ এখনও বাকি পেত্রাতোসদের। ওই দুটো ম্যাচ জিতলেই মোহনবাগান লিগ শিল্ড জিতে নেবে। ১১ তারিখের বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান।
[আরও পড়ুন: ‘আমি হিসেব রাখি না’, আইপিএলে নয়া রেকর্ড গড়েও ‘অভিমানী’ জাদেজা]
বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগানের ডাগ আউটে থাকবেন না অভিজ্ঞ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। হাবাসের থাকা আর না-থাকার মধ্যে বিস্তর পার্থক্য। সেটা আগেই দেখা গিয়েছে। বেঙ্গালুরুর বিরুদ্ধে দারুণ গুরুত্বপূর্ণ এই ম্যাচে হাবাসের অভাব কি অনুভূত হবে? মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেছেন, ''হাবাস পুরোদস্তুর সুস্থ নন এখনও। আশা করছি দ্রুতই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে হাবাস না থাকলেও সমস্যা হবে না। হেড কোচ পরিকল্পনা করে দিচ্ছেন। সেই মতোই আমরা খেলব।''
বেঙ্গালুরুর পক্ষে প্লে অফে পৌঁছনো আর সম্ভব নয়। ফলে খোলা মনে খেলতে পারবেন সুনীল ছেত্রীরা। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে ম্যানুয়েল পেরেজ বলছেন, ''বেঙ্গালুরু প্লে অফে যেতে পারবে না ঠিকই। শেষ ম্যাচ ওরা জেতার জন্য ঝাঁপাবে। আমাদের জেতা ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই। আমরা তৈরি লড়াইয়ের জন্য।''
মোহনবাগানের অনেক ইতিহাসের সাক্ষী বেঙ্গালুরু। সেই বেঙ্গালুরুতেই মোহনবাগান নামছে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে।