সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার পুজোতেও জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদবৃদ্ধি হয়। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।
গত বছরের আগস্টে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোলের বিশেষ সংশোধনাগারেই ছিলেন তিনি। এরপর ইডি দিল্লি নিয়ে যায় তাঁকে। তিহাড় জেলই এখন ঠিকানা অনুব্রত মণ্ডলের। বারবার জামিনের আবেদনও জানিয়েও লাভ হয়নি কিছু। এখনও সুপ্রিম কোর্টে ঝুলছে তাঁর জামিনের ভাগ্য।
[আরও পড়ুন: পুরুলিয়া-রানাঘাট ডাকাতি: গরাদের পিছনে বসে লুটের ছক! জেলে গিয়ে মাস্টারমাইন্ডকে জেরা করবে SIT]
এদিকে, জেল হেফাজত শেষে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে। সুতরাং গত বছরের মতো এবারও পুজোয় জেলেই থাকতে হবে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। বিচারকের নির্দেশে স্বভাবতই হতাশ অনুব্রত। বাবা-মেয়ে গ্রেপ্তার হওয়ায় ফাঁকা নিচুপট্টির বাড়ি। মন ভালো নেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের।