নন্দন দত্ত, বীরভূম: কর্মিসভায় ফের মেজাজ হারালেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubarat Mandal)। রাগের বশে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ‘অপদার্থ’ বলে কটাক্ষ করলেন তিনি। তৃণমূলের দাপুটে নেতার এই মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ আশিসবাবু।
শুক্রবার রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস অঞ্চলে কর্মিসভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, ব্লক সভাপতি আনারুল হোসেন -সহ নেতা-কর্মীরা। ওই সভায় ৪০ নম্বর বুথের উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হতেই সমস্যা তৈরি হয়। বুথ সভাপতি মাধব মণ্ডল অভিযোগ করেন, তাঁর এলাকায় রাস্তা হয়নি। তবে অন্যান্য প্রকল্পের সুবিধা গ্রামবাসী পাচ্ছেন বলেও জানান তিনি। একথা শুনেই পঞ্চায়েত প্রধানকে ডাকেন অনুব্রত মণ্ডল। এরপরই প্রশ্ন তোলেন কেন একই ব্যক্তিকে পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি করা হল। ক্ষোভ প্রকাশ করেন।
[আরও পড়ুন: দুর্গাপুজোর প্রস্তুতি শুরু চাঁচোল রাজবাড়িতে, জেনে নিন প্রতিমা দর্শনের নিয়মবিধি]
সেই সময়ই মেজাজ হারিয়ে পাশে বসে থাকা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ‘অপদার্থ’ বলে আক্রমণ করেন বীরভূমের তৃণমূল সভাপতি। ব্লক সভাপতিকেও আক্রমণ করেন তিনি। এরপরও অনুব্রত মণ্ডলের সঙ্গে খোশমেজাজে দেখা যায় মন্ত্রীকে। বিষয়টিকে আমল দিতে নারাজ আশিসবাবু। তাঁর কথায়, “অনুব্রত আমাকে স্নেহ করে। তাই একথা বলেছে। এতে সমস্যার কিছু নেই।” যদিও এহেন মন্তব্য করেননি বলেই দাবি অনুব্রতর। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নিয়মিত বীরভূমে কর্মী সভা করছে তৃণমূল। সভা থেকে কর্মীদের চাঙ্গা করতে দাওয়াই-ও দিচ্ছেন অনুব্রত। উল্লেখ্য, কিছুদিন আগেই সভা থেকে কর্মীদের নির্দেশের সুরে বীরভূমের তৃণমূল সভাপতি বলেছিলেন, “যাদের ভোট বিজেপিতে, তাঁদের এলাকায় উন্নয়ন নয়।” অনুব্রত মণ্ডলের এহেন মন্তব্যের জেরে জোর সমালোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।