ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: হাতে মাত্র একদিন, বৃহস্পতিবার কালীপুজো। তার আগে মঙ্গলবার ৫৮০ ভরি গয়নায় সেজে উঠল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কালী প্রতিমা। মনবাসনা পূরণ হলে এবার দেবীকে সোনার চাঁদমালা উপহার দেবেন বলেই জানালেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।
প্রতিবছরই বোলপুরের তৃণমূলের কার্যালয়ে ধুমধাম করে আয়োজন করা হয় কালীপুজোর। অনুব্রত মণ্ডল রীতিমেনে নিজে হাতে আয়োজন করেন পুজোর। নিজে হাতেই দেবীকে সাজিয়ে দেন সোনার গয়নায়। এবারও তাঁর অন্যথা হল না। মঙ্গলবার দুপুরে নিজে দাঁড়িয়ে থেকে কালী প্রতিমাকে তিনি সাজালেন সোনার গয়নায়।
[আরও পড়ুন: WB Bypolls 2021: উপনির্বাচন জিতে TMC কর্মীদের সংযত থাকার নির্দেশ অভিষেকের, শুভেচ্ছা বার্তা মমতার]
গতবছর ৩৬০ ভরি গয়নায় সাজানো হয়েছিল প্রতিমা। এবছর তা বেড়ে হয়েছে ৫৮০ ভরি। তার মধ্যে রয়েছে দেড়কেজির সোনার মুকুট। এছাড়াও বহু নতুন গয়নায় সেজেছেন দেবী। এদিন সকালে বোলপুরের তৃণমূলের কার্যালয়ে হাজির হয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে ছিলেন দলের নেতা-কর্মী ও স্থানীয়রা।
জানা গিয়েছে, শুরুর দিকে দেবীর গয়নার পরিমান ছিল অনেকটাই কম। দলের নেতা-কর্মী থেকে শুরু করে স্থানীয়রা, সকলেই বিভিন্ন সময়ে দেবীর কাছে মানত করেন। ভক্তিভরে প্রার্থনা করলেই মনবাসনা পূরণ হয় সকলের। আনন্দে দেবীকে উপহার দেয় গয়না। এভাবেই বেড়েছে অনুব্রতর কালীর গয়নার পরিমান। অনুব্রত মণ্ডলের কথায়, “মায়ের গয়না তিনি নিজেই তৈরি করে নেন।”