shono
Advertisement

‘সোনার গুজরাট করতে পারেননি, বাংলার প্রতি এত দরদ কেন?’, মোদিকে খোঁচা অনুব্রতর

বিজেপি নেতাদের 'বেইমান' বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল।
Posted: 05:02 PM Jan 28, 2021Updated: 08:36 PM Jan 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিউড়ির সভা থেকে নরেন্দ্র মোদি ও কেন্দ্রের একাধিক নীতি নিয়ে সরব হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। খোঁচা দিয়ে বললেন, “যাঁরা সোনার গুজরাট করতে পারলেন না, তাঁদের বাংলার প্রতি এত দরদ কেন?” সেইসঙ্গে আত্মবিশ্বাসী কন্ঠে বললেন, “এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মুখ্যমন্ত্রী হবেন।”

Advertisement

একুশের নির্বাচন দোরগোড়ায়। দিনক্ষণ ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। সেই কারণে একুশে মসনদ দখল করতে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে তৃণমূল-বিজেপি উভয়ই। জেলায় জেলায় চলছে মিটিং-মিছিল। বৃহস্পতিবার দুপুরে সিউড়িতে সভা করেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখান থেকে কেন্দ্রকে নিশানা করেন তিনি। নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্দেশে বলেন, “আট বছরে তুমি একটাও বিশ্ববিদ্যালয় করনি। তোমার কি শিক্ষা নিয়ে কোনও চিন্তা নেই?” প্রশ্ন তোলেন, গুজরাটকে যখন ‘সোনার গুজরাট’ করতে পারছে না তখন বাংলার প্রতি বিজেপির এত দরদ কেন। এরপরই বলেন, “বাংলার মানুষ বোকা নন। তাঁরা মোদির ভণ্ডামি বুঝে গিয়েছে। তাই আমজনতা বাংলায় অন্ধকার নামতে দেবে না।” বিজেপির নেতা-কর্মীদের এদিন ‘বেইমান’ বলেও কটাক্ষ করেন অনুব্রত।

[আরও পড়ুন: কোন্নগরজুড়ে ‘দাদার অনুগামী’ পোস্টার, তুঙ্গে প্রবীর ঘোষালের বিজেপিতে যোগদানের জল্পনা]

কেন্দ্রের বিরোধিতার পাশাপাশি এদিন মমতা সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা প্রত্যেককে মনে করিয়ে দেন অনুব্রত। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজও হাওয়াই চটি, ৬০০ টাকার শাড়ি পরেন। থাকেন টালির ছাদের নিচে। কারণ, তিনি নিজের থেকে বেশি সাধারণ মানুষের ভাল চান।” সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোদিকে। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ফের ২২০ থেকে ২৩০ টা আসন পাবে। তুমি দাঁড়িয়ে দেখবে আর লুচির মতো ফুলবে!” প্রসঙ্গত, গতকালই সৌমিত্র খাঁ একহাত নিয়েছিলেন অনুব্রতকে। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ১৫ দিনের মধ্যে বীরভূমের তৃণমূল সভাপতির রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। 

[ আরও পড়ুন: মোর্চার ‘গোষ্ঠীদ্বন্দ্বে’র সুযোগে পাহাড়ে সক্রিয় GNLF, ‘স্বাভিমান’ বাঁচাতে জনসভার ডাক মন ঘিসিংয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার