shono
Advertisement

‘সেক্রেড গেম থ্রি’র জন্য চাই সাহসী অভিনেত্রী! খবর ছড়াতেই মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ

নতুন সিজনে নাকি থাকবে যৌনতার একাধিক দৃশ্য।
Posted: 12:45 PM Jan 17, 2022Updated: 02:14 PM Jan 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:যাঁরা বহুদিন ধরে সেক্রেড গেমের তৃতীয় সিজনের জন্য অপেক্ষা করছেন, তাঁদের জন্য রয়েছে হতাশ হওয়ার মতো খবর। আর এই খবর কোনও বলিউডের গুঞ্জন নয়, উলটে খোদ সিরিজের পরিচালক অনুরাগ কাশ্যপই দিলেন নিজের মুখে। বলা ভাল, রীতিমতো বাধ্য হয়েই অনুরাগ সামনে আনলেন আসল সত্য! ভাবছেন এ আবার কেমন কাণ্ড? ব্যাপারটা খোলসা করে বলা যাক বরং।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিজ্ঞাপন। যেখানে দেখা গিয়েছে, সেক্রেড গেমের নতুন সিজনের জন্য অভিনেত্রী চাইছেন এক কাস্টিং ডিরেক্টর। বিজ্ঞাপনে স্পষ্ট লেখা, ২০ থেকে ২৮, ৩০ থেকে ৪০ এবং পঞ্চাশোর্ধ –এই তিন বয়সের অভিনেত্রী চাই।বিজ্ঞাপন অনুযায়ী, সেক্রেড গেম থ্রিয়ের জন্য এই তিন ধরনের বয়সের নায়িকা খোঁজা হচ্ছে।গল্পের খাতিরে অভিনেত্রীদের হতে হবে সাহসী। নতুন সিরিজে নাকি সাহসী দৃশ্যের সংখ্যা থাকবে একাধিক!

[আরও পড়ুন: Salman Khan: প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা সলমন খানের, কিন্তু কেন?]

ইনস্টাগ্রামের হাত ধরে এই বিজ্ঞাপন চোখে পড়ে পরিচালক অনুরাগ কাশ্যপের। ব্যাপারটা যে একেবারেই ভুয়ো, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি তাঁর। তাই চটজলদি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কাস্টিং ডিরেক্টরের মুখোশ খুললেন অনুরাগ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখলেন, ‘রাজবীর নামের এই কাস্টিং ডিরেক্টর একেবারেই ভুয়ো। এই খবরও একেবারে মিথ্যে। ‘সেক্রেড গেম থ্রি’ তৈরি নিয়ে কোনও পরিকল্পনা নেই। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। সাবধান!’

সিরিজ বা সিনেমায় কাস্টিং নিয়ে এরকম ঘটনা আগেও ঘটেছে। এমনকী, জনপ্রিয় পরিচালক, প্রযোজক সংস্থার নাম ভাঙিয়ে বহু জালিয়াত এধরনের বিজ্ঞাপন প্রকাশ করে টাকা হাতিয়েছে বহু উঠতি অভিনেতা ও অভিনেত্রীদের থেকে। এর আগেও অনুরাগ কাশ্যপ তাঁর এক সিনেমার কাস্টিংয়ের ভুয়ে বিজ্ঞাপন নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। অনুরাগের কথায়, ‘বলিউডে এধরনের ভুয়ো মানুষ ভরে গিয়েছে। এদের থেকে দূরত্ব বজায় রাখাই উচিত।’

[আরও পড়ুন: Salman Khan: প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা সলমন খানের, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement