Advertisement
ইডেনে হয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচ, ঝুলনের জার্সি পরে মাঠে নামলেন অনুষ্কা শর্মা !
পরের বছর মুক্তি পাবে এই 'চাকদা এক্সপ্রেস'।
'চাকদা এক্সপ্রেস' ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য নিজেকে পুরোদস্তুর বদলে ফেলেছেন অনুষ্কা। তাঁর লুক ও আদবকায়দা দেখে অনুরাগীরা বুঝতেই পেরেছেন। কিন্তু সোমবার সন্ধ্যায় ইডেনে 'চাকদা এক্সপ্রেস' ছবির শুটিংয়ে অনুষ্কাকে যে অবতারে দেখা গেল, তা দেখে সবাই মুগ্ধ।
২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু তার আগেই অনুষ্কা ইডেনে থেলে ফেললেন ভারত-পাকিস্তান ম্যাচ। 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ে ইডেনের মাঠে ঠিক এমনটাই ঘটল। ঝুলনের নাম লেখা ২৫ নম্বর জার্সি পরে শুটিং সারলেন অনুষ্কা।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল অনুষ্কাকে। তারপর থেকে অভিনেত্রী হিসেবে তাঁকে বড়পর্দায় দেখা যায়নি। বিরাট ও মেয়ে ভামিকাকে নিয়ে সংসার সামলানোর পাশাপাশি ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়ে ব্যস্ত থেকেছেন অভিনেত্রী।
এর আগেও তিনি কলকাতায় এসেছিলেন। ব্লু জার্সি পরে ঝুলনের সঙ্গে ইডেনের অন্দরে দেখা গিয়েছিল নায়িকাকে। রবিবার সাদা পোশাকে বিমানবন্দরে দেখা যায় অনুষ্কাকে। মুখে ছিল কালো মাস্ক। বিনা মেকআপেই শহরে পা রাখেন অভিনেত্রী।
Published By: Akash MisraPosted: 04:49 PM Oct 18, 2022Updated: 05:03 PM Oct 18, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ