Advertisement
'কমল মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে...', স্বস্তির বারিধারায় ভিজল শহর তিলোত্তমা
সন্ধ্যা নামতেই বারিধারা নেমে আসে শহরের অলিগলিতে।
প্রতিক্ষার অবসান! স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। সন্ধ্যা নামতেই বারিধারা নেমে আসে শহরের অলিগলিতে। হঠাৎ বৃষ্টিতে একটু অপ্রস্তুত হয়ে পড়লেও খুশি সাধারণ মানুষ।
বৃষ্টির সঙ্গে ঝোড়ে হাওয়া চলে শহরের বুকে। হঠাৎ বৃষ্টিতে অফিস ফেরত অনেকেই ভিজে। গরমের হাসফাঁস অবস্থা থেকে মুক্তি সাময়িক মুক্তিতে খুশি প্রত্যেকেই।
'কমল মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে...', ধমকা হাওয়া ও বৃষ্টি থেকে বাঁচতে সঙ্গীর বাহুতে ধরা। এক ছাতার তলে যুগল।
বেশ কয়েরদিন ধরেই গরমে হাঁসফাঁস করছিল শহর কলকাতা। পূর্বাভাস ছিল বৃষ্টিতে ভিজবে কলকাতা। তা সত্যিই করে সন্ধ্যায় ভিজল শহর। ঝমঝমিয়ে বৃষ্টিতে নামে কলতাকাতায়।
Published By: Subhankar PatraPosted: 08:09 PM Apr 17, 2025Updated: 08:29 PM Apr 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
