Advertisement
বৈশাখের গরমে যেন দমকা হাওয়া শুভশ্রী! শাড়িতে যতটা স্নিগ্ধ, ততটাই 'বন্য' অভিনেত্রী
'বন্য সুন্দরী' শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেখুন নায়িকার অ্যালবাম।
কাজ, সংসার-সন্তান সমান্তরালভাবে দুদিকই ব্যালেন্স করছেন ‘সুপারমম’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর ঝুলিতেও বর্তমানে বর্তমানে ডাকসাইটে সব ছবির চরিত্র।
একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।
কখনও ডিগ্ল্যাম চরিত্রে কখনও বৃদ্ধার ভূমিকায় চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেচুরে ক্যামেরার সামনে তুলে ধরেছেন শুভশ্রী।
Published By: Sandipta BhanjaPosted: 05:46 PM Apr 17, 2025Updated: 05:46 PM Apr 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
