সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) রয়েছে সুবর্ণ সুযোগ। প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
- আবেদনকারীকে ন্যূনতম স্নাতক হতে হবে।
- যাঁরা স্নাতক স্তরের ফাইনাল ইয়ার/সেমেস্টারের পড়ুয়া তাঁরাও আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে জেরা নিয়ে ধোঁয়াশা, সিবিআইকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের]
আবেদনকারীর বয়সসীমা:
১ এপ্রিল, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://bank.sbi/careers অথবা https://www.sbi.co,in/careers ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল আবেদনকারীদের ব্যাংকে ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে তফশিল জাতি/উপজাতি/বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনের কোনও ফি জমা দিতে হবে না।
আবেদনের শেষদিন:
আগামী ১২ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।