shono
Advertisement

ডাকবিভাগে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

অনলাইনেই করা যাবে আবেদন৷ The post ডাকবিভাগে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:01 PM Sep 08, 2018Updated: 06:01 PM Sep 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাকবিভাগ৷ মাল্টি-টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে৷ www.westbengalpost.gov.in– এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর শিলিগুড়ি ও গ্যাংটকে কর্মী নিয়োগ হবে৷ ৫ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ আবেদনের শেষ তারিখ ৪ অক্টোবর৷

Advertisement

[খড়গপুর আইআইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ]

মাল্টি-টাস্কিং স্টাফ হিসাবে ২৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ৷ মাধ্যমিক পাশ  হলেই আপনি ওই পদে আবেদন করতে পারেন৷ বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় বলতে ও লিখতে পারার দক্ষতা থাকতে হবে৷ ৪ অক্টোবর, ২০১৮-র হিসাবে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮বছর হতেই হবে৷ সর্বোচ্চ ২৫বছর পর্যন্ত বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে৷ এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ওবিসি আবেদনকারীরা ১০বছর বয়সের ছাড় পাবেন৷      

[কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন]

www.westbengalpost.gov.in-এই ওয়েবসাইটে গিয়েই ভারতীয় ডাক বিভাগের মাল্টি-টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করা যাবে৷ এই পদে আবেদনের জন্য ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে৷ পরীক্ষা দেওয়ার জন্য ওই প্রার্থীকেই জমা দিতে হবে আরও ৫০০ টাকা৷ আবেদন করার পর আবেদন পত্রের প্রিন্ট আউট নিয়ে নিতে হবে প্রার্থীদের৷ ৫ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷

[মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি]

৪ অক্টোবরের পর ওই নির্দিষ্ট ওয়েবসাইটে আবারও পরীক্ষার দিনক্ষণ ও স্থান জানানো হবে৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগ৷

The post ডাকবিভাগে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement