shono
Advertisement
Menotti

ঘুমের দেশে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ, ৮৫ বছর বয়সে প্রয়াত মেনোত্তি

১৯৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন সিজার লুইস মেনোত্তি। কোচ হিসেবে জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও।
Posted: 11:08 AM May 06, 2024Updated: 11:26 AM May 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অধীনেই প্রথম বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা (Argentina)। ১৯৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন সিজার লুইস মেনোত্তি (Cesar Luis Menotti)। অবশেষে জীবনাবসান হল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫।

Advertisement

১৯৭৮ সালের ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল নীল-সাদা জার্সিধারীরা। ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। দুগোল করেছিলেন মারিও কেম্পেস। সেই দলের প্রধান মগজাস্ত্র ছিলেন কোচ মেনোত্তি। ডাগআউটের ধার থেকে কেম্পেসদের প্রশিক্ষক ছিলেন তিনি। মারাদোনার উত্থানও তাঁর হাত ধরেই। ১৯৭৬ সালে মেনোত্তির কোচিংয়েই আর্জেন্টিনা দলে অভিষেক হয় মারাদোনার। যদিও বিশ্বকাপে ১৭ বছর বয়সী মারাদোনাকে দলে রাখেননি তিনি। যা নিয়ে বিতর্কও হয়। পরের বছরই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতেন মেনোত্তি। সেই আর্জেন্টিনা দলে ছিলেন মারাদোনা।

তিনি নিজে খেলতেন স্ট্রাইকার হিসেবে। পেলের ক্লাব স্যান্টোসেও খেলেছেন মেনোত্তি। আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ১১টি ম্যাচ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, "আমরা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ মেনোত্তির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।"

[আরও পড়ুন: দুরন্ত কামব্যাকে গন্তব্য প্যারিস, অলিম্পিকের ছাড়পত্র আদায় ভারতের পুরুষ ও মহিলা রিলে দলের]

১৯৩৮ সালে তাঁর জন্ম। যে শহর থেকে লিওনেল মেসির উত্থান, সেই রোজারিওতেই মেনোত্তির বড় হয়ে ওঠা। রোজারিও সেন্ট্রালের হয়ে ১৯৬০ সালে পেশাদার ফুটবল জীবন শুরু করেন তিনি। পরে আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাব বোকা জুনিয়ার্সের হয়েও খেলেছেন। তবে তাঁর মূল সাফল্য কোচ হিসেবে। দীর্ঘ ৩৪ বছরের কোচিং জীবনে অসংখ্য ক্লাবের ম্যানেজারির দায়িত্ব সামলেছেন। স্পেনের বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ দলে কোচিং করিয়েছেন তিনি। আর্জেন্টিনার দায়িত্বভার সামলেছেন প্রায় ১০ বছর। ১৯৭৮ সালে বিশ্বকাপ জিতলেও পরের বিশ্বকাপে সাফল্য এনে দিতে পারেননি। অবশেষে সকল মহান কীর্তির পরিসমাপ্তি। চিরঘুমের দেশে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী কোচ মেনোত্তি। 

[আরও পড়ুন: ঘোষিত মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচি, বাংলাদেশে ট্রফির লড়াইয়ে নামবেন হরমনপ্রীতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯৩৮ সালে তাঁর জন্ম। যে শহর থেকে লিওনেল মেসির উত্থান, সেই রোজারিওতেই মেনোত্তির বড় হয়ে ওঠা।
  • মারাদোনার উত্থানও তাঁর হাত ধরেই।
  • তাঁর অধীনেই প্রথম বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা।
Advertisement