সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং। এই মুহূর্তে ভারতের একনম্বর গায়ক। তাতে কি? গোটা দেশ, গোটা দুনিয়া, তাঁর গানে পাগল হলেও, অরিজিৎ সিংকে কিন্তু এই জনপ্রিয়তা একেবারেই বদলে দিতে পারেনি। আর তাই তো মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি ছেড়ে জিয়াগঞ্জেই সংসার পেতেছেন তিনি। এসইউভি গাড়ি নয়, স্কুটারে করে ঘুরে বেড়ান। পাড়ার মানুষদের সঙ্গে আড্ডাও মারেন চুটিয়ে।
কালীপুজোর রাতে সোশাল মিডিয়ায় ভাইরাল হল অরিজিৎ সিংয়ের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সবুজ পাঞ্জাবি ও সাদা পাজামা পরে পাড়ার কালী মন্দিরে হাজির হয়েছেন অরিজিৎ। পাড়ার মানুষদের সঙ্গেই পুজো দিচ্ছেন গায়ক। অরিজিৎকে মন্দিরে আচমকা দেখে হতবাক এলাকাবাসী। পাড়ার মেয়েরা তো প্রতিমা দর্শন থামিয়ে, অরিজিৎকেই দেখতে পাগল!
[আরও পড়ুন: বাড়িতে এসে পড়ানোর নামে নাবালিকাকে লাগাতার ‘ধর্ষণ’! গ্রেপ্তার গৃহশিক্ষক]
তবে এই প্রথম নয়, অরিজিতের এমন ভিডিও আগেও ভাইরাল হয়েছে। জিয়াগঞ্জের মানুষ বলছেন, গোটা বলিউড দাপিয়ে বেড়াচ্ছে পাড়ার ছেলেটা। এমনিতে শান্ত স্বভাবের। কিন্তু গানের জাদুতে কাশ্মীর থেকে কন্যাকুমারীকে মাতিয়ে রাখতে তিনি সিদ্ধহস্ত। খ্যাতির শিখরে পৌঁছেছেন। তবে এখনও দিব্যি ঘরের ছেলে হয়ে উঠতে পারেন। আর তাই জিয়াগঞ্জের মানুষের কাছে তিনি গায়ক কম, পাড়ার আদুরে ছেলে।