shono
Advertisement
Arijit Singh

'হিরো' অরিজিৎ, বেঙ্গালুরুর কনসার্টে শাহরুখকেও টেক্কা গায়কের! ভিডিও ঘিরে হইচই

এ কোন অরিজিৎ সিং? মঞ্চেই যা করলেন...! দেখুন সেই ভিডিও।
Published By: Sandipta BhanjaPosted: 07:01 PM Dec 01, 2024Updated: 07:01 PM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকাল গুটি গুটি পায়ে ধরা দিতেই দেশের বিভিন্ন প্রান্তে শিল্পীদের কনসার্ট শুরু হয়েছে। ৩০ নভেম্বর দিলজিৎ দোসাঞ্ঝ যখন কলকাতা মাতালেন, তখন বেঙ্গালুরুর মন জয় করলেন অরিজিৎ সিং (Arijit Singh)। সেই অনুষ্ঠানের মঞ্চেই নিজের 'জলওয়া' দেখিয়ে শাহরিখ খানকেও টেক্কা দিলেন গায়ক! নেটপাড়া অন্তত এমনটাই মনে করছে।

Advertisement

প্রতিবারই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করেন অরিজিৎ সিং। দেশের বাইরে বিদেশেও গায়কের উন্মাদনা তুঙ্গে। এবছরও ইন্ডিয়া ট্যুর শুরু করলেন তিনি। আর প্রথম শোটাই বেঙ্গালুরুতে। শনিবার রাতে সেই অনুষ্ঠানের মঞ্চেই অরিজিৎ সিংকে দেখা গেল একেবারে ফিল্মি মেজাজে। এযাবৎকাল তাঁর গানেই মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতা-অনুরাগীরা। কিন্তু এবার অরিজিৎ যে অবতার দেখালেন তাতেও সাড়া ফেলে দিলেন। শাহরুখ খানের 'জওয়ান' ছবির 'ছলেয়া' গানে তাঁকে হুকস্টেপ করতে দেখা যায়। যে ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল। আর সেটা দেখেই ভক্তদের মন্তব্য, 'শাহরুখের মতোই হুবহু নাচ করেছেন। জড়তার লেশমাত্র নেই অরিজিতের মধ্যে।' আবার কারও দাবি, 'অরিজিৎ তো 'ছলেয়া'র হুকস্টেপে বাদশাকেও টেক্কা দিচ্ছেন।'

নেটপাড়ার একাংশের আবার মন্তব্য, '২০২৪ এও দেখিয়ে গেল যে অরিজিৎ সিং এত ভালো ডান্সার!' বেঙ্গালুরুর কনসার্টে একের পর এক গান গাওয়ার পাশাপাশি নাচও করেছেন অরিজিৎ সিং। কখনও বলিউডি গান, আবার কখনও বা পাঞ্জাবি ভাংড়া। অনুষ্ঠানের শেষপাতে বাংলা গানও রেখেছিলেন। 'বোঝে না সে বোঝে না' গানটি দিয়েই শো শেষ করলেন তিনি। তার ফাঁকে আবার অনুরাগীদের দিকে গোলাপ এগিয়ে দিতেও দেখা গিয়েছে তাঁকে। শোয়ের বিভিন্ন মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল। উল্লেখ্য, চলতি বছর অরিজিৎ সিংয়ের ইন্ডিয়া ট্যুরে কলকাতায় কোনও শো রাখা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩০ নভেম্বর দিলজিৎ দোসাঞ্ঝ যখন কলকাতা মাতালেন, তখন বেঙ্গালুরুর মন জয় করলেন অরিজিৎ সিং।
  • শাহরুখ খানের 'জওয়ান' ছবির 'ছলেয়া' গানে তাঁকে হুকস্টেপ করতে দেখা যায় অরিজিৎকে।
  • কারও দাবি, 'অরিজিৎ তো 'ছলেয়া'র হুকস্টেপে বাদশাকেও টেক্কা দিচ্ছেন।'
Advertisement