shono
Advertisement
Arjun Singh

রুশ বিষ প্রয়োগে খুনের শঙ্কায় বিশেষ চশমা পরে ভবানীভবনে অর্জুন! কটাক্ষ পার্থর

অর্জুনের বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার টেন্ডার ও ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ দুর্নীতির অভিযোগে মামলা চলছে।
Published By: Subhankar PatraPosted: 07:14 PM Nov 28, 2024Updated: 08:57 PM Nov 28, 2024

অর্ণব দাস, বারাকপুর: সিআইডির দ্বিতীয় দিনের তলবেও রাশিয়ার বিষাক্ত রাসায়নিক প্রয়োগের আশঙ্কায় অর্জুন সিং। খুন হওয়ার ভয়ে বিশেষ চশমা পরে ও জল নিয়ে ভবানীভবনে গেলেন বিজেপি নেতা। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। 

Advertisement

বৃহস্পতিবার ভাটপাড়ার নিজ বাসভবন থেকে গাড়িতে ওঠার সময় বিশেষ চশমা চোখেই দেখা গেল বারাকপুরের প্রাক্তন সাংসদকে। কেন এই চশমা? সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন জানান, "সবসময় সতর্ক থাকা উচিত। তাই চশমা নিয়ে যাচ্ছি, এটা পরে থাকব। সঙ্গে জলও নিয়েছি। ওখানের (ভবানীভবনের) কিছু ব্যবহার করা ঠিক নয়। অনেক দিন ধরে আমাকে খুন করার চেষ্টা চলছে।" পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও খুনের চেষ্টা চলছে বলে আশাঙ্কা প্রকাশ করে বলেন, "আমরা দুজন থাকলে ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় খুব কঠিন হবে। তাই কেমিক্যাল স্প্রের আতঙ্ক তো থাকবেই।"

প্রসঙ্গত, অর্জুনের বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার টেন্ডার ও ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ দুর্নীতির অভিযোগে মামলা চলছে। সেই মামলাতেই সিআইডির সমন পেয়েছিলেন বারাকপুরের অর্জুন সিং। সেখানে প্রথমদিন হাজিরা দিতে যাওয়ার সময় রাশিয়ার বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে বলে তৃণমূলকে নিশানা করেন অর্জুন। একইভাবে শুভেন্দুকেও খুন করার চক্রান্ত চলছে বলে অভিযোগ তোলেন তিনি। 

সেই অভিযোগের পর যথেষ্ট হাসি-ঠাট্টা হয়েছিল রাজনৈতিক মহলের একাংশে। তবে, সে সব তোয়াক্কা না করে রাশিয়ার সেই রাসায়নিক তাঁর শরীরে কোনও বিক্রিয়া করেছে কি না তা জানতে ৩৯ রকম পরীক্ষাও করিয়েছিলেন প্রাক্তন সাংসদ।

এসবের মধ্যেই সিআইডির দ্বিতীয় তলবের দিন ভবানীভবনে যাওয়ার সময় অর্জুনের এই বিশেষ চশমা ব্যবহার নিয়ে ফের হাসাহাসি শুরু হয়েছে নানান মহলে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, "ছয় বছরের বাচ্চাকেও এই কথাগুলো বললে হাসবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিআইডির দ্বিতীয় দিনের তলবে রাশিয়ার বিষাক্ত রাসায়নিক প্রয়োগে খুনের আশঙ্কায় 'বিশেষ চশমা' ও জল নিয়ে ভবানীভবনে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং।
  • বৃহস্পতিবার ভাটপাড়ায় নিজ বাসভবন থেকে বেরোনোর সময় সেই বিশেষ চশমা চোখেই দেখা গেল বারাকপুরের প্রাক্তন সাংসদকে।
  • যা নিয়ে তৃণমূলের কটাক্ষ বাচ্চাদের এই কথা বললে তারাও হাসবে। 
Advertisement