shono
Advertisement
BJP

পুরনো মামলায় বিজেপি যুব নেতার বাড়িতে গোয়েন্দা হানা, বাধা অর্জুনের, ধুন্ধুমার ভাটপাড়ায়

নোটিস দেওয়ার নামে বাড়িতে হামলা চালিয়ে খুনের ষড়যন্ত্র করছে বলে পালটা অভিযোগ বিজেপি যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের।
Published By: Sucheta SenguptaPosted: 09:57 PM Dec 21, 2024Updated: 10:02 PM Dec 21, 2024

অর্ণব দাস, বারাকপুর: পুরনো এক মামলায় ভাটপাড়ায় বিজেপি যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে গোয়েন্দা হানা। শনিবার রাতের দিতে তাঁর বাড়িতে নোটিস দিতে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। প্রিয়াঙ্গু অনুগামীরা বাধা দেন বলে অভিযোগ। দুপক্ষের হাতাহাতিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি ভাটপাড়া পুরসভার ৯ নং ওয়ার্ডের ৬ নং গলি এলাকা। খবর পেয়ে সেখানে যান বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলা ও খুনের চেষ্টার অভিযোগ তোলেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, ২০১৮ সালের পুরনো একটি মামলায় প্রিয়াঙ্গু পাণ্ডের নাম থাকায় শনিবার তাঁর বাড়িতে নোটিস দিতে যান বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা। তাঁদের বাধা দেন সেসময় বিজেপি নেতার বাসভবনে থাকা অন্যান্য দলীয় কর্মীরা। তাঁদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। এমনকি পরিস্থিতি এমন হয় যে রীতিমতো পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের সাময়িক হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। প্রিয়াঙ্গুর অনুগামীরা পুলিসের উপর আক্রমণ করে কাজে বাধা দেয় বলে অভিযোগ।

প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে পুলিশি হানা ঘিরে ধুন্ধুমার ভাটপাড়ার ৯ নং ওয়ার্ড। নিজস্ব ছবি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিশ। তখনই দুজনকে গ্রেপ্তার করা হয়। দ্রুত প্রিয়াঙ্গুর বাড়িতে যান অর্জুন সিংও। তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে প্রিয়াঙ্গুর বিরুদ্ধে নোটিস দেখতে চান। তাঁকে সেই নোটিস দেখাতে পারেনি পুলিশ কর্তারা। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অর্জুন সিং অভিযোগ তোলেন, প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং পিপিপি মডেলে একটি প্রকল্পের চুক্তি করেছিলেন। প্রিয়াঙ্গু পাণ্ডের সম্পত্তিতে এই প্রকল্পটি ৭০-৩০ শতাংশ চুক্তিতে হবে বলেই ঠিক হয়েছিল। কিন্তু সেই চুক্তি মত কাজ না হওয়ায় পুরসভার অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় পুলিশ সেই সংক্রান্ত নোটিস দিতে প্রিয়াঙ্গুর বাড়িতে যায় এবং তা ঘিরে এই ধুন্ধুমার পরিস্থিতি। 

এই প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ''পিপিপি মডেলে চুক্তি অনুযায়ী প্রিয়াঙ্গু পান্ডে ৩০শতাংশ সম্পত্তি এখনোও পর্যন্ত পুরসভাকে হস্তান্তর করেননি। সেই কারণেই পুলিশ নোটিস দিতে এসেছিল। বিষয়টি সম্পূর্ণ পুলিশ প্রশাসনের এক্তিয়ারভুক্ত।'' আর প্রিয়াঙ্গুর দাবি, ''আমাকে এর আগে খুনের চক্রান্ত করা হয়েছিল। বিজেপি করার অপরাধে এদিন পুলিশ নোটিস দেওয়ার নাম করে অভিযান চালায়। আমার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরনো মামলায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়িতে বাড়িতে পুলিশি হানা।
  • বাধা পেয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ প্রিয়াঙ্গু অনুগামীদের।
  • অর্জুন সিং পালটা খুনের অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে।
Advertisement