দেবব্রত মণ্ডল, বারুইপুর: টিটাগড়, নদিয়া ও পুরুলিয়ার পর সোনারপুর। পুজোর মুখে ভরসন্ধ্যায় সোনার দোকানে ডাকাতি। সোনারপুরের বারেন্দ্রপাড়ায় তীব্র চাঞ্চল্য। লুটপাটে বাধা পেয়ে দোকানের মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত। পালিয়ে যাওয়ার সময় শূন্যে গুলি দুষ্কৃতীদের। ঘটনার তদন্তে সোনারপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সন্ধ্যায় দুটি বাইকে করে মোট চারজন দুষ্কৃতী ওই গয়নার দোকানের সামনে আসে। তারা দোকানের ভিতর ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তখনই বাধা দেন দোকানের মালিক। লুটপাটে বাধা পেয়ে ওই দুষ্কৃতীরা দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার করে ওঠেন দোকানের মালিক। পালিয়ে যায় দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: ইতিহাসের পাতায় আজও স্মরণীয় চন্দননগরের বসুবাড়ির পুজো, জেনে নিন মাহাত্ম্য]
পালিয়ে যাওয়ার সময় বাইক আরোহী দুষ্কৃতীদের স্থানীয় অটোচালকরা ধরতে যায়। স্থানীয়দের দাবি, শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুষ্কৃতীদের গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েক বছর আগেও সোনারপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে নিরাপত্তা।