shono
Advertisement

শহরের অদূরে লেদ কারখানার আড়ালে অস্ত্রভাণ্ডার, পুলিশের জালে ৩

অস্ত্র বিদেশে পাঠানো হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। The post শহরের অদূরে লেদ কারখানার আড়ালে অস্ত্রভাণ্ডার, পুলিশের জালে ৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:34 AM Dec 19, 2018Updated: 10:34 AM Dec 19, 2018

স্টাফ রিপোর্টার, হাওড়া: টিকিয়াপাড়ায় ফের হদিশ মিলল অস্ত্রের কারখানার। লেদের কারখানার আড়ালে চলছিল এই অস্ত্র তৈরির কারখানা। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে টিকিয়াপাড়ায় ওই লেদ কারখানা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু অস্ত্র। তৈরি অবস্থায় ৪০টি অস্ত্র পাওয়া যায়। আরও অস্ত্রের খোঁজে রাতে তল্লাশি চালান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। শুধু অস্ত্র নয়, এই কারখানার ভিতর থেকে প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। ওই কারখানার আড়ালে আরও অস্ত্র তৈরির সরঞ্জাম আছে কি না তাও রাতে তল্লাশি চালিয়ে খুঁজে বার করার চেষ্টা করে পুলিশ। এই অস্ত্র তৈরির কারখানার পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না তাও তদন্ত করে দেখছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

Advertisement

[মেঘ সরতেই রোদ ঝলমলে আকাশ, জাঁকিয়ে শীত গোটা রাজ্যে]

অস্ত্র তৈরির সরঞ্জামের পাশাপাশি টিকিয়াপাড়ার এই কারখানাটি থেকে তিনটি লেদ মেশিন পাওয়া গিয়েছে। আরও লেদ মেশিনের খোঁজে এদিন তল্লাশি চালানো হয়। অস্ত্র উদ্ধারের পর টিকিয়াপাড়ায় ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের কমিশনার তন্ময় রায়চৌধুরি। এদিন পুলিশ কমিশনার জানান, এই কারখানাটিতে দীর্ঘদিন ধরেই অস্ত্র তৈরি করা হত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কারখানাটিতে হানা দেয়। এদিন এই কারখানা থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ও তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। এর সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। হাওড়া সিটি পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে টিকিয়াপাড়া এলাকায় অস্ত্র তৈরির কারখানা চলছে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সেই খবর পেয়ে তদন্ত শুরু করেন। তাতেই অস্ত্রের কারখানাটি বেরিয়ে পড়ে। শেষপর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা অস্ত্র তৈরির কারখানাটিকে একেবারে হাতেনাতে ধরে। এই ঘটনায় এদিন রাতেই হাওড়া সিটি পুলিশের তরফে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিন জন ব্যক্তি অন্য রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের কাছ থেকে বেশকিছু অস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্রাংশ পাওয়া গিয়েছে। এই তিন জন মূলত ছোট পিস্তল জাতীয় অস্ত্র তৈরি করত। এদিন এই লেদের কারখানাটি থেকে প্রায় ৪০টি পিস্তল উদ্ধার হয়। ধৃত তিন কারখানার কর্মীকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[অপমান করেছে স্ত্রী, দুই ছেলেকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক]

তারা কতদিন ধরে কীভাবে কারখানার আড়ালে অস্ত্র তৈরি করছিল তাই এখন জানার চেষ্টা করছে পুলিশ। টিকিয়াপাড়ায় গঙ্গারাম বৈরাগী লেনে দীর্ঘদিন ধরে চলা লেদের কারখানার আড়ালে কীভাবে অস্ত্রের কারখানা চলছিল তা নিয়ে হতবাক হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা যখন ওই কারখানাটিতে গিয়ে হানা দেন তখন এলাকায় ভিড় জমান স্থানীয়রা। লেদের কারখানার ভিতর থেকে যখন একের পর এক ছোট পিস্তল বেরোতে থাকে তখন অবাক হয়ে যান দুঁদে গোয়েন্দা কর্তারাও। এই অস্ত্র তৈরি করার পাশাপাশি কোথায় তা পাঠানো হত তা এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, বছরখানেক আগে হাওড়ার এই টিকিয়াপাড়া এলাকা থেকেই উদ্ধার হয়েছিল অস্ত্র। সেবারও লেদ কারখানার আড়ালে অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছিল পুলিশ। ফের একবার টিকিয়াপাড়ায় একইভাবে লেদ কারখানার আড়ালে অস্ত্র তৈরির হদিশ পাওয়া গেল। প্রাথমিক তদন্তে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন অন্য রাজ্য থেকে এসে ধৃত তিন জন এখানে লেদ কারখানায় কাজ করছিল। তারাই কারখানার আড়ালে তৈরি করছিল অস্ত্র। এই অস্ত্র বিদেশে পাঠানো হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে।

The post শহরের অদূরে লেদ কারখানার আড়ালে অস্ত্রভাণ্ডার, পুলিশের জালে ৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement