shono
Advertisement

পাকিস্তানকে উরি হামলার জবাব দিতে চায় ভারতীয় সেনা

ভেবে চিন্তে রণকৌশল ঠিক করবে কেন্দ্র৷ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করছে ভারত৷ The post পাকিস্তানকে উরি হামলার জবাব দিতে চায় ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:23 PM Sep 19, 2016Updated: 03:38 PM Sep 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি অনুপ্রবেশের খবর আগে থেকে ছিল৷ সতর্ক ছিল ভারতীয় সেনাও৷ কিন্তু ভোররাতে দায়িত্ব বদল হচ্ছিল উরির সেনাঘাঁটিতে৷ সেই সময়ের সুযোগ নিয়েই আচমকা হামলা চালায় জঙ্গিরা৷ প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাও৷ চার জঙ্গিই খতম৷ কিন্তু শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান৷ সোমবারই মৃত্যু হয়েছে তিন আহত জওয়ানের৷ এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে৷

Advertisement

বলা হচ্ছে পাঠানকোটের চেয়েও নাকি বেশি অস্ত্রশস্ত্র ছিল উরিতে হামলাকারী জঙ্গিদের কাছে৷ সবেতেই পাক মদতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে৷ বারবার এই ‘কাপুরুষোচিত’ হামলায় ক্ষিপ্ত সেনাবাহিনী এবারে পাল্টা আক্রমণ শাণাতে চায় সন্ত্রাসের বিরুদ্ধে৷ জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভাষাতেই তাদের জবাব দিতে চান ভারতীয় জওয়ানদের একটা বড় অংশ৷ তবে এখনই সেই পথে হাঁটতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রক৷

গতকালই এই নিয়ে জরুরি বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এর পরই কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখতে যান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ও সেনাপ্রধান দলবীর সিং সুহাগ৷ সোমবার ফের উচ্চ পর্যায়ের বৈঠকে সামিল হন রাজনাথ সিং, অরুণ জেটলি, মনোহর পারিক্কররা৷ উরি পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েওছেন পারিক্কর৷

শোনা গিয়েছে আলোচনায় পাকিস্তানের বিরুদ্ধে কুটনৈতিক মহল থেকে আরও চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ নিউ ইয়র্কের আসন্ন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি তোলা হবে৷ তবে সীমান্ত (LoC) বরাবর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে৷ পশ্চিম ঘাঁটিতে বায়ুসেনাকেও অ্যালার্ট থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে৷

এদিকে, কাশ্মীরে নিহত ২০ সেনা জওয়ানের মধ্যে পশ্চিমবঙ্গের দুই বাসিন্দাও রয়েছেন৷ জঙ্গি হামলায় নিহত হয়েছেন হাওড়ার যমুনা বালিয়ার বাসিন্দা সেপোই জি দলাই ও দক্ষিণ ২৪ পরগণার সাগরের বাসিন্দা সেপোই বিশ্বজিৎ ঘড়াই৷ দুই শহিদের মরদেহ আজ, সোমবার রাজ্যে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে৷

সেপোই জি দলাই

The post পাকিস্তানকে উরি হামলার জবাব দিতে চায় ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement