shono
Advertisement

হোয়াটসঅ্যাপে জওয়ানদের অভিযোগ এবার সরাসরি পড়বেন সেনাপ্রধান

তবে এই পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন৷ The post হোয়াটসঅ্যাপে জওয়ানদের অভিযোগ এবার সরাসরি পড়বেন সেনাপ্রধান appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 AM Jan 28, 2017Updated: 04:30 AM Jan 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নয়৷ এবার সেনা জওয়ানরা যাতে নিজেদের সমস্যার কথা সরাসরি সেনাপ্রধানকে জানাতে পারেন, তার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে৷ অর্থাৎ এই নম্বরে নিজেদের সুবিধা-অসুবিধার কথা লিখে পাঠালেই তা গিয়ে পৌঁছে যাবে সেনা প্রধান বিপিন রাওয়াতের কাছে৷

Advertisement

(সন্ন্যাসিনীর বাড়ি থেকে উদ্ধার ২৪টি সোনার বার, কোটি টাকা)

সম্প্রতি সেনাদের নিম্নমানের খাবারের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব৷ সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় নানা বিতর্ক৷ ঘটনা খতিয়ে দেখে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন৷ তবে সেখানেই ঘটনার ইতি হয়নি৷ তেজ বাহাদুরের পর এই ধরনের আরও ভিডিও এবং নথি সামনে এনেছিলেন জওয়ানরা৷ ভবিষ্যতে যাতে সেনাদের অন্দরমহল প্রকাশ্যে না আসে বা তা নিয়ে কোনও বিতর্ক তৈরি না হয়, সেই কারণেই এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপের সাহায্য নিল ভারতীয় সেনা৷

(যৌনতার হাতছানি, পর্যটককে সর্বস্বান্ত করে ধৃত মডেল)

+91 9643300008৷ এবার এই নম্বরেই যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন জওয়ানরা৷ “কোনও সমস্যা হলে আমায় বলুন,” জওয়ানদের আগেই বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান৷ এবার তাঁদের জন্য এই নয়া পরিষেবা চালু হচ্ছে৷ সেনার তরফে জানানো হয়, এর আগেও সেনাদের অভিযোগ করার ব্যবস্থা ছিল৷ তবে এবার থেকে কোনও জওয়ান সরাসরি সেনাপ্রধানের কাছে নিজের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাবেন৷ তবে এই পরিষেবা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন৷ কারণ, হোয়াটসঅ্যাপ নম্বরটি প্রকাশ করে দেওয়ায় শুধু সেনাই নয়, বিশ্বের যে কোনও ব্যক্তিই যে কোনও ধরনের মেজেস বা ভিডিও পাঠাতে পারবেন৷ আর সেই ভিড়ে সেনা জওয়ানদের অভিযোগ আদৌ কোনও গুরুত্ব পাবে কি না, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন৷

The post হোয়াটসঅ্যাপে জওয়ানদের অভিযোগ এবার সরাসরি পড়বেন সেনাপ্রধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement