shono
Advertisement

ভালবাসার গান গেয়ে গ্র্যামি জিতলেন পাকিস্তানিকন্যা আরুজ আফতাব

আরুজের গান শুনে বারাক ওবামাও প্রশংসা করেছিলেন।
Posted: 10:17 AM Apr 04, 2022Updated: 12:13 PM Apr 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীত দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি (Grammys 2022) পেলেন পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব (Arooj Aftab)। তাঁর গাওয়া ‘মহব্বত’ গানের জন্যই ‘গ্লোবাল পারফরম্যান্স বিভাগে’ সেরার শিরোপা ছিনিয়ে নিলেন আরুজ। তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। 

Advertisement

২০০৫ সালে পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন আরুজ। সংগীত নিয়ে পড়াশোনা শুরু করেন বার্কলি কলেজ অফ মিউজিকে। ২০১৪ সালে মুক্তি পায় তাঁর প্রথম গানের অ্যালবাম ‘বার্ড আন্ডার ওয়াটার’। প্রথম অ্যালবাম থেকেই নজরে পড়েছিলেন আরুজ। এমনকী, তাঁর প্রথম অ্যালবাম চার্ট বাস্টারেও বেশ কিছুদিন জায়গা করে নিয়েছিল। আরুজ গজল এবং শাস্ত্রীয় সংগীতে পারদর্শী।  

তবে যে গানের জন্য গ্র্যামি পেলেন আরুজ, সেই ‘মহব্বত’ গানটি গোটা বিশ্বের সংগীত প্রেমীদের মুগ্ধ করেছিল। শুধু তাই নয়, সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সামার প্লে লিস্টের তালিকাতেও ছিল আরুজের এই গান।

[আরও পড়ুন: ফুটফুটে সন্তানের জন্ম দিলেন কমেডিয়ান ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছবিও ]

সেরা নতুন শিল্পী বিভাগে আরুজ আফতাবের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অলিভিয়া রদ্রিগো, ফিনিয়াস, দ্য কিড লারোই এবং জিমি অ্যালেন। ১৯৯৬ সালে বেস্ট ট্র্যাডিশনাল ফোক অ্যালবাম ও বেস্ট ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামের জন্য গ্র্যামিতে মনোনয়ন পেয়েছিলেন উস্তাদ নুসরত ফতেহ আলি খান।

এক নজরে দেখে নিন বিজয়ীদের তালিকা–

রেকর্ড অফ দ্য ইয়ার- লিভ দ্য ডোর, সিল্ক সোনিক

অ্যালবাম অফ দ্য ইয়ার- উই আর, জন বাস্তিতে

সং অফ দ্য ইয়ার- লিভ দ্য ডোর, সিল্ক সোনিক

সেরা নিউ আর্টিস্ট- অলিভিয়া রডরিগো

সেরা রক পারফরম্যান্স- মেকিং আ ফায়ার, ফো ফাইটারস

সেরা মেটাল পারফরম্যান্স- দ্য এলিয়েন, ড্রিম থিয়েটার

সেরা রক সং – ওয়েটিং অন আ ওয়ার

সেরা রক অ্যালবাম- মেডিসিন অ্যাট মিডনাইট, ফো ফাইটারস

সেরা পপ সোলো পারফরম্যান্স, অলিভিয়া রডরিগো, ড্রাইভারস লাইসেন্স

[আরও পড়ুন: অনুরাগীদের জোড়া সারপ্রাইজ দিলেন প্রসেনজিৎ, সুখবর পেয়ে উচ্ছ্বসিত ‘ভক্ত’ দেবও! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement