shono
Advertisement

হিট লিস্টে ট্রাম্প বিরোধী শিবিরের রথী-মহারথীরা, এফবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্প ভক্তকে জেরা করেই মিলেছে এই তথ্য৷ The post হিট লিস্টে ট্রাম্প বিরোধী শিবিরের রথী-মহারথীরা, এফবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM Oct 30, 2018Updated: 10:08 PM Oct 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী নির্বাচনের এক মাস আগে মার্কিন প্রশাসনের প্রাক্তন ও বর্তমান রথী-মহারথীর বাড়িতে পৌঁছে গিয়েছিল পার্সেল বোমা৷ যা নিয়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে মার্কিন মুলুকে৷ ঘটনার মূলচক্রী হিসাবে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই৷ ধৃতের নাম সিজার সাওক৷ তদন্তকারীরা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্ধভক্ত এই ব্যক্তির সোশ্যাল মিডিয়া ঘেঁটে এবং বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একাধিক চাঞ্চল্যকর নথি৷ যা দেখে কার্যত মাথা ঘুরে গিয়েছে তদন্তকারীদেরই৷

Advertisement

[বিড়ালকে ‘ধর্ষণ’, গৃহকর্ত্রীর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি]

অন্তর্বর্তী নির্বাচনের একমাস আগে বেছে বেছে ট্রাম্প বিরোধীদের বাড়িতে বা সংবাদমাধ্যমের অফিসে পৌঁছে যায় পার্সেল বোমা৷ তালিকায় রয়েছেন প্রাক্তন দুই রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ও বারাক ওবামা, প্রাক্তন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জোই বিডেন, প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিনটন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেনেটর কমলা হ্যারিসের মতো তাবড় তাবড় ব্যক্তিরা৷ একই ধরনের দুটি বিস্ফোরক পৌঁছে যান মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর অফিসেও৷ এফবিআই এর তদন্তকারীরা জানাচ্ছেন, এই তালিকা কেবল হিমশৈলের চূড়া মাত্র৷ ট্রাম্প বিরোধীদের আরও লম্বা তালিকা তৈরি করে ফেলেছিল ধৃত সিজার সাওক৷ তালিকায় ছিলেন ট্রাম্প বিরোধী শিবিরের একাধিক প্রাক্তন ও বর্তমান প্রশাসনিক অধিকর্তা৷ সম্প্রতি ধৃতের টুইটার অ্যাকাউন্ট ঘাঁটেন এফবিআই-এর তদন্তকারীরা৷ সেখানে থেকেই মেলে ডেমোক্র্যাটিক দলের বিরোধী নানান পোস্ট৷ এছাড়া তার বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রিন্টার ও স্ট্যাম্প৷ ঠিক যেমনটা প্রতিটি পার্সেলের গায়ে লাগানো ছিল৷

[জাভায় বিমান দুর্ঘটনায় ১৮৯ জনেরই মৃত্যুর আশঙ্কা, পাইলট ছিলেন এক ভারতীয়]

জানা গিয়েছে, ধৃত সিজার সাওককে বিশেষ আদালতে তুলেছেন তদন্তকারীরা৷ তাকে আরও কয়েকদিন নিজেদের হেফাজতে রাখার আবেদন জানান তাঁরা৷ তাঁদের দাবি, ধৃতের কাছ থেকে এখনও অনেক তথ্য জানা বাকি রয়ে গিয়েছে৷ কম শক্তিশালী বিস্ফোরক পার্সেলে পাঠালেও বড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল নাকি তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা৷ অন্তর্বর্তী নির্বাচনের আগে এই ঘটনায় চাঞ্চল্য ও আশঙ্কার মেঘ তৈরি হয়েছে মার্কিন মুলুকে৷ ইতিমধ্যে দেশজুড়ে জারি হয়েছে সতর্কতা৷ বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ কোনও রকমের সন্দেহভাজন কাজকর্ম দেখলেই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনকে৷

The post হিট লিস্টে ট্রাম্প বিরোধী শিবিরের রথী-মহারথীরা, এফবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement