সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরে আদালত চত্বরে নামডাক বাড়ছিল তাঁর। নিম্ন আদালত থেকে হাই কোর্ট, রীতিমতো ঝলমলে সাফল্য। জিতেছেন মোট ২৬টি মামলা। সম্প্রতি জানা গিয়েছে, ওই আইনজীবী ভুয়ো। নাম ভাড়িয়ে প্রতারণার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কেনিয়ায় (Kenya)।
নাইজেরিয়ান ট্রিবিউন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ব্রায়ান মুয়েন্ডা। নিজেকে কেনিয়া হাই কোর্টের বিচারপতি হিসেবেই পরিচয় দিতেন তিনি। দেশের নিম্ন আদালত থেকে হাই কোর্ট, সবখানেই মামলা লড়তে দেখা গিয়েছে তাঁকে। মুয়েন্ডার প্রতারণার বিষয়ে ধারণা ছিল না খোদ বিচাপতিদেরও। ফলে গ্রেপ্তারির পরেই হুলুস্থুল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে দিনের পর দিন আদালতের মতো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে ঘোল খাওয়ালেন তিনি?
[আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত, রোহিতের মুখে সেমিফাইনাল-ফাইনাল]
জানা গিয়েছে, নাম ভাড়িয়ে এই কাজ করেছেন তিনি। একই নামের অর্থাৎ ব্রায়ান মুয়েন্ডা নামের একজন পাশ করা আইনজীবী রয়েছেন কিনিয়ায়। সেই সুযোগ নিয়ে প্রতারণা করেন ব্রায়ান মুয়েন্ডা এনজাগি। ‘ব্রায়ান মুয়েন্ডা’ নাম ব্যবহার করে কিনিয়ার বার সদস্য হিসবে নিজেকে নথিভুক্ত করেছিলেন। যদিও গত সেপ্টেম্বরে আইনজীবীদের ডাটাবেস-এ নিজের নমের সপক্ষে একটি ভুল ইমেল দিয়ে সাই-ইনের চেষ্টা করেন। এর ফলেই তাঁর ফাঁকিবাজি নজরে আসে সংশ্লিষ্ট মহলের। খবর যায় পুলিশে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
[আরও পড়ুন: বিরাটের রেকর্ড ভেঙেও বোলারদের প্রশংসায় মজে নির্লিপ্ত রোহিত]
এদিকে এক ব্যক্তি নিজেকে মুয়েন্ডা বলে দাবি করে সোশাল মিডিয়ায় চমকে দেওয়া পোস্ট করেছেন। তাঁর দাবি, আইনজীবীদের ওয়েবসাইট হ্যাক করেছিলেন তিনি। বলেন, “আমি যে মামলাগুলো জিতেছি সেগুলি বহাল রাখা উচিত। কে কার প্রতিনিধিত্ব করছে আইন তার উপর নির্ভর করে না। আমি যুক্তি ও তথ্যপ্রমাণ দিয়েই মামলা জিতেছিলাম।” বাস্তবেই এখন প্রশ্ন উঠছে, ভুয়ো আইনজীবীর জেতা ২৬টি মামলার কী হবে! মুয়েন্ডার মক্কেলদের মাথায় হাত পড়েছে।