shono
Advertisement

Breaking News

৩৪ বছরের ‘বনবাস’শেষ, ফের একসঙ্গে দেখা যাবে পর্দার রাম-সীতাকে

শেষবার ১৯৮৯ সালে 'লব কুশ' সিরিয়ালে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
Posted: 10:24 AM Mar 12, 2023Updated: 10:24 AM Mar 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তাঁদের দেখার জন্য টিভির সামনে অধীর আগ্রহে অপেক্ষা করত গোটা দেশ। তাঁর পর্দার রাম-সীতা। অরুণ গোভিল (Arun Govil) ও দীপিকা চিকিলা টোপিওয়ালা (Dipika Chikhlia)। শেষবার ১৯৮৯ সালে ‘লব কুশ’ সিরিয়ালে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ৩৪ বছর পরে ফের জুটি বাঁধছেন তাঁরা।

Advertisement

টিভির পর্দায় ‘রামায়ণ’-এর (Ramayana) জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ২০২০ সালে লকডাউনের সময় যখন নতুন করে দেখানো হল সিরিয়ালটি, তখনও তা ব্যাপক সাড়া ফেলেছিল দেশজুড়ে। সিরিয়ালটিতে দেখানো হয়নি মহাকাব্যের উত্তরকাণ্ড। পরে সেটি দেখানো হয়েছিল ‘লব কুশ’ সিরিয়ালে। সেটিও দর্শকপ্রিয় হয়েছিল। গোটা দেশের সর্বত্র অরুণ-দীপিকা পেতেন মহাতারকার সম্মান। কিন্তু কখনও আর তাঁদের একসঙ্গে দেখা যায়নি কাজ করতে। সাড়ে তিন দশক পেরিয়ে সেই জুটিই এবার প্রদীপ গুপ্তর ছবি ‘নোটিসে’ মুখ দেখাবেন। শনিবার শুরু হয়ে গিয়েছে শুটিং।

[আরও পড়ুন: কাশ্মীর সমস্যার ‘ভিলেন’ কি নেহরুই? ইতিহাসের গোপন নথি দেয় ‘অন্য’ ইঙ্গিত]

অরুণ গোভিল খুশি এতদিন পরে দীপিকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। পাশাপাশি তিনি জানাচ্ছেন, এই ছবি করতে তিনি রাজি হয়েছেন, কারণ তাঁর চরিত্রটিতে ধর্ম ও সত্যের মিশ্রণ রয়েছে। ঠিক কী বিষয় ছবিটির? এপ্রসঙ্গে বলতে গিয়ে প্রযোজক প্রতাপ সিং রঘুবংশী জানাচ্ছেন, ছবির গল্প বর্তমান সময়ের হলেও এর শিকড় রয়েছে রামায়ণেই। ছবির মূল চরিত্রকে দেখা যাবে সত্য়ের জন্য লড়াই করতে।

একই কথা শুনিয়েছেন দীপিকাও। জানিয়ে দিয়েছেন, এই ছবির গল্পও রামায়ণের মতোই সরল সত্যের উপর প্রতিষ্ঠিত। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২০ সালে তিনি ও অরুণ একসঙ্গে কাজ করেছিলেন একটি বিজ্ঞাপনে।

[আরও পড়ুন: ‘প্রযোজকের ইনকাম সার্টিফিকেট দেখেন নাকি?’, দুর্নীতিতে টলি-যোগে অভিনেতাদের পাশেই শতাব্দী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement