shono
Advertisement
Nari Choritra Bejay Jotil

সুন্দরী দেখলেই কুপোকাত! অঙ্কুশের হাত-মুখ বেঁধে এ কী কাণ্ড ঐন্দ্রিলার? দেখুন ভিডিও

এই ঘটনা দেখে কুপোকাত হয়েছেন হেসে নেটিজেনরা।
Published By: Arani BhattacharyaPosted: 09:32 PM Dec 30, 2025Updated: 09:32 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নতুন ছবি দর্শককে উপহার দেবেন অঙ্কুশ হাজরা। নারীদের চরিত্র নাকি সত্যিই বেজায় জটিল? যার জন্যে পরিবারের অন্দরেই ঘোর বিপাকে রয়েছেন অঙ্কুশ! তাই ঈশ্বরের কাছে অভিনেতা প্রার্থনা করেছিলেন, ‘ঠাকুর, পৃথিবীর সমস্ত জটিল মহিলাদের সরল বানিয়ে দাও।’ এবার অঙ্কুশের জীবনের সেই নারীই তাঁকে হাড়েহাড়ে শিক্ষা দিলেন। সুন্দরী মেয়ে দেখলেই কুপোকাত হওয়ার মতো ঘটনা এড়াতে হাত মুখ বেঁধে দিলেন ঐন্দ্রিলা। যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে।

Advertisement

এ কী কাণ্ড! মঙ্গলবার, ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাত মুখ বেঁধে প্রায় তুলে আনা হল অঙ্কুশকে। আক্ষেপ আর রাগের সুরে অঙ্কুশকে কাঁচুমাচু মুখ করে বলতে শোনা গেল দেখা গেল, 'এই যে সব ছেলেরা মেয়ে দেখলেই কুপোকাত হয় তাদের মতো ছেলেদের জন্য আমার এই হাল।' অঙ্কুশের দুই হাত দড়ি দিয়ে বেঁধে রীতিমতো কাঁধে তুলে নিয়ে গেলেন তাঁকে নিরাপত্তারক্ষীরা। বেশি কথা বলার সুযোগও দিচ্ছেন না তাঁকে ঐন্দ্রিলা। তাই মুখও বেঁধে দেওয়া হয়েছে। শুধু কি অঙ্কুশ? একইসঙ্গে দেবরাজকেও হাত-মুখ বেঁধে নিয়ে গেলেন অনুষ্ঠানে। মুখ খোলা হলেও তা বেশিক্ষণ স্থায়ী হল না। আর মঞ্চে উঠে কথা বলতে যেতেই ঐন্দ্রিলার নির্দেশে দেবরাজের মুখ আটকে দিলেন আভেরী। মজার এই ঘটনা দেখে কুপোকাত হয়েছেন হেসে নেটিজেনরা।

উল্লেখ্য, সুমিত-সাহিলের পরিচালনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে ঘিরে। যে চরিত্রে রয়েছেন অঙ্কুশ। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি। ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই। দীপাবলিতে ছবির পোস্টার প্রকাশ্যে আনেন অঙ্কুশ। সেখানেই দেখা গিয়েছিল, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে মজার ট্যুইস্ট রেখেছেন অভিনেতা-প্রযোজক। ছবির নামেই গল্পের ইঙ্গিত। গল্পে নারীচরিত্রকে ‘ভয়ংকরী’ হিসেবে দেখানো হয়েছে, তবে সবটাই মজাচ্ছলে। ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার অঙ্কুশের জীবনের সেই নারীই তাঁকে হাড়েহাড়ে শিক্ষা দিলেন।
  • সুন্দরী মেয়ে দেখলেই কুপোকাত হওয়ার মতো ঘটনা এড়াতে হাত মুখ বেঁধে দিলেন ঐন্দ্রিলা।
  • যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে।
Advertisement