shono
Advertisement

Breaking News

AP Dhillon Live Concert

মঞ্চে তারাকে জাপটে চুমু এপি ধিলোঁর, বিতর্কের অবসান ঘটাতে এবার ময়দানে ওরি!

ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন তারা?
Published By: Arani BhattacharyaPosted: 10:40 AM Dec 31, 2025Updated: 02:16 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঞ্চ মাতাচ্ছেন পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর। তারা সুতারিয়ার হাত ধরেই মঞ্চে আসেন। আশেপাশে দর্শকেরা উন্মাদনায় ফুটছেন। কিছুটা দূরে দাঁড়িয়ে তারার প্রেমিক বীর পাহাড়িয়া। আর তাঁর সামনেই যাচ্ছে তাই কাণ্ড। তারার সঙ্গে মঞ্চে বারবার ঘনিষ্ঠ হলেন এপি। কখনও জড়িয়ে ধরলেন। কখনও বা তাঁকে চুমু খেলেন। তা দেখে কার্যত বিরক্ত বীর। শনিবার নাগাদ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়েই তোলপাড় হয়েছিল। যা দেখে নেটিজেনদের একাংশ বলেন, বীর নাকি প্রেমিকাকে এপির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। আবার কারও দাবি, বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বীর, তা একেবারে স্পষ্ট। যদিও বীর কিংবা তারা এ বিষয়ে তখন মুখ খোলেননি। এবার এই জল্পনার অবসান ঘটাতে মাঠে নামলেন ওরি।

Advertisement

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ওরি। তাঁর পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় এপি ধিলোঁর সঙ্গে তারাকে মঞ্চে পারফর্ম করতে দেখে বীর পাহাড়িয়াকে হাসিমুখে তাঁকে উৎসাহ দিতে। শুধু তাই নয় মঞ্চে তারার পারফরম্যান্স মুঠোফোন বন্দি করার জন্য বলেন ওরিকে। সেই ভিডিওই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে ওরি লেখেন, 'মিডিয়া আপনাকে আসল বিষয়টা তো দেখাবে না তাই আমিই দেখাচ্ছি।' ওরির ওই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তারা সুতারিয়া ও বীর পাহারিয়া দু'জনেই। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'এটাই সত্যি।'

এখানেই শেষ নয়, এপি ধিলোঁর সঙ্গে মঞ্চে পারফর্ম করতে গিয়ে নানা ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তারা সুতারিয়ার। যেখানে ভুল ক্যাপশন ও ভুলভাবে তোলা ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে এমন ক্যাপশন দেওয়া হয়েছে যা অসংখ্য মানুষের কাছে নষ্ট করেছে তারা সুতারিয়ার ভাবমূর্তি। এর তীব্র প্রতিবাদ করে তারা বলেছেন, 'এটা অত্যন্ত নক্কারজনক একটা বিষয়। শত শত মানুষের কাছে আমার ভাবমীর্তি নষ্ট করে আমার পেশাগত জীবনে যারা এর কুপ্রভাব ফেলতে চেয়েছেন তাদের আমি ধিক্কার জানাই।' বলে রাখা ভালো, সম্প্রতি তারার সঙ্গে মিউজিক ভিডিও ‘থোড়ি সি দারু’তে দেখা গিয়েছে এপিতে। সে কারণেই কনসার্টে তারাকে আমন্ত্রণ করেছিলেন পাঞ্জাবি গায়ক। আর তারপরই এহেন কাণ্ড। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর কাটাছেঁড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement