shono
Advertisement
Arvind Kejriwal

বাংলার ধাঁচে এবার দিল্লিতেও 'দুয়ারে সরকার', ভোটের আগে বড় চমক কেজরির

নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করবেন সরকারি কর্মীরা ঘোষণা কেজরির।
Published By: Amit Kumar DasPosted: 04:08 PM Dec 22, 2024Updated: 04:08 PM Dec 22, 2024

সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বড় চমক আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। বাংলার ধাঁচে এবার দিল্লিতেও দুয়ারে সরকারের ঘোষণা করে দিলেন আপ প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষকে যাতে সরকারি দপ্তরের দরজায় ঠোকর খেতে না হয়, সে কথা মাথায় রেখেই এই প্রকল্পের ঘোষণা।

Advertisement

আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলার ধাঁচে দুটি প্রকল্পের ঘোষণা করেছেন কেজরিওয়াল। প্রথমটি লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মহিলা সম্মান যোজনা, বয়স্কদের জন্য সঞ্জীবনী যোজনা। এই প্রকল্পে মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে। নির্বাচনে ক্ষমতায় এলে টাকার অঙ্ক বাড়িয়ে করা হবে ২১০০ টাকা। এছাড়াও সঞ্জীবনী যোজনার মাধ্যমে ৬০ বছরের উর্ধ্বে নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই দুই প্রকল্পের নাম নথিভুক্ত করতেও বাংলার পথে হেঁটে দুয়ারে সরকার শুরু করতে চলেছে দিল্লির আপ সরকার।

এ প্রসঙ্গে রবিবার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে আপ প্রধান কেজরিওয়াল জানান, 'সম্প্রতি দিল্লির মানুষের স্বার্থে আমরা দুটি বড় প্রকল্পের ঘোষণা করেছি। যেগুলি হল মহিলা সম্মান ও সঞ্জীবনী যোজনা। আগামিকাল থেকে এই দুই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে। তবে নাম নথিভুক্ত করতে আপনাদের অফিসে যেতে হবে না। সরকারি কর্মীরাই আপনাদের বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করবে। তবে নাম নথিভুক্ত করতে দিল্লির ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক।'

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলায় দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে গ্রামে গ্রামে সরকারের তরফে ক্যাম্প বসিয়ে সমস্ত রকম সরকারি সুবিধা দেওয়া হয় সাধারণ মানুষকে। সরকারি দপ্তরে মানুষকে যাতে হেনস্থার শিকার হতে না হয় সে কথা মাথায় রেখেই আনা হয়েছিল প্রকল্প। রাজ্যে প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হিসেবে পরিচিত অরবিন্দ কেজরিওয়ালও এবার দিল্লিতে চালু করতে চলেছেন দুয়ারে সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বড় চমক আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের।
  • বাংলার ধাঁচে এবার দিল্লিতেও দুয়ারে সরকারের ঘোষণা করে দিলেন আপ প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  • সাধারণ মানুষকে যাতে সরকারি দপ্তরের দরজায় ঠোকর খেতে না হয়, সে কথা মাথায় রেখেই এই প্রকল্পের ঘোষণা।
Advertisement