shono
Advertisement

Breaking News

Arvind Kejriwal

নিম্ন আদালতেও মিলল না স্বস্তি, কালই তিহাড়ে ফিরছেন কেজরি

Published By: Biswadip DeyPosted: 05:05 PM Jun 01, 2024Updated: 05:05 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিলল না স্বস্তি। রবিবারই তিহাড় জেলে ফিরতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। শনিবারই শেষ হচ্ছে কেজরির জামিনের মেয়াদ। ২ জুন আত্মসমর্পণ করার কথা ছিল আপ সুপ্রিমোর। কিন্তু শুক্রবারই তিনি দাবি করেছিলেন, চিকিৎসকরা বলছেন তাঁর শরীরে গুরুতর অসুস্থতার চিহ্ন রয়েছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনও করেছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্টের পর শনিবার নিম্ন আদালতেও খারিজ হয়ে গেল তাঁর আর্জি। অর্থাৎ আগামিকালই তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

Advertisement

গত ২৬ মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরি (Arvind Kejriwal)। আরও ৭ দিনের জন্য তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর দাবি করেছিলেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন, বেশ কিছু মেডিক্যাল পরীক্ষা হবে তাঁর। জেলে ৭ কেজি ওজন কমেছে জানিয়ে কেজরিওয়াল দাবি করেন, তিনি গুরুতর অসুখে ভুগছেন। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় এই আবেদনের শুনানিই হবে না। তবে সুপ্রিম রেজিস্ট্রারের তরফে জানিয়ে দেওয়া হয়, জামিনের জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন আপ সুপ্রিমো। সেই মতোই রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেন কেজরি। সেখানেও খারিজ হয়ে গেল আর্জি।

[আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? ভোট শেষের কয়েক ঘণ্টা আগে ‘এক্সিট পোল’ প্রশান্ত কিশোরের]

এদিকে কেজরির শারীরিক অসুস্থতা সংক্রান্ত দাবি শুনে বর্ষীয়ান বিজেপি নেতা বিজয় গোয়েল কেজরিওয়ালকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাঁর বাড়িতে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে দেন শনিবার। বলাই বাহুল্য, দিল্লির মুখ্যমন্ত্রীকে 'খোঁচা' দিতে তাঁর এই পদক্ষেপ। পরে গোয়েল দাবিও করেন, মানুষের সহানুভূতি আদায় করতে 'নাটক' করছেন কেজরি। প্রসঙ্গত, কেজরি ও তাঁর মন্ত্রী অতিশীর দাবি, কিটোন লেভেল বেড়েছে আপ সুপ্রিমোর। তাঁর সম্ভবত কিডনির অসুখ হয়েছে অথবা ক্যানসারও হতে পারে।

এই পরিস্থিতিতে শনিবার কেজরির বাড়ির উদ্দেশে অ্যাম্বুল্যান্স নিয়ে যাত্রা করেন গোয়েল। তাঁকে বলতে শোনা যায়, ''ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সমস্ত মেডিক্যাল টেস্ট দুঘণ্টাতেই হয়ে যাবে।'' তবে পুলিশ শেষপর্যন্ত অ্যাম্বুল্যান্সটি থামিয়ে দেয়। ফলে গোয়েলের আর কেজরির বাড়ি পর্যন্ত যাওয়া হয়নি। এর পর প্রাক্তন ওই কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা যায়, কেজরির উচিত 'নাটক' থামিয়ে সমস্ত শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া, যদি সত্যিই চিকিৎসকরা এমন পরামর্শ দিয়ে থাকেন।

[আরও পড়ুন: আনোয়ারুল খুনে অভিযুক্ত সিয়াম আটক নেপালে! কাঠমান্ডু গেলেন বাংলাদেশের তদন্তকারীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিলল না স্বস্তি। রবিবারই তিহাড় জেলে ফিরতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে।
  • সুপ্রিম কোর্টের পর শনিবার নিম্ন আদালতেও খারিজ হয়ে গেল তাঁর আর্জি।
  • শারীরিক কারণ দেখিয়ে জামিনের মেয়াদ বাড়াতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
Advertisement