shono
Advertisement
Arvind Kejriwal

'আমার পরে বাবা-মাকে দেখবেন', জেলে ফেরার আগে অনুরোধ 'চিন্তিত' কেজরির

'ইনসুলিন বন্ধ করে দিয়েছিল, তবুও আত্মসমর্পণ করব', বলছেন আপ সুপ্রিমো।
Published By: Anwesha AdhikaryPosted: 01:45 PM May 31, 2024Updated: 02:18 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ফুরোচ্ছে রবিবার। তার আগে আমজনতার কাছে বিশেষ আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জানালেন, তাঁর বাবা-মা অসুস্থ। তাই সকলে যেন তাঁদের দেখভাল করেন। উল্লেখ্য, আবগারি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন আপ সুপ্রিমো।

Advertisement

আগামী ২ জুন ফের তিহাড় জেলে ফিরে যাওয়ার কথা অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। তা আটকাতেই শীর্ষ আদালতে অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী। কিন্তু সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে জানিয়ে দেওয়া হয় এই আবেদনের শুনানিই হবে না। তবে সুপ্রিম রেজিস্ট্রারের তরফে জানিয়ে দেওয়া হয়, জামিনের জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন আপ সুপ্রিমো।

[আরও পড়ুন: বাতিল উড়ান, প্রবল দাবদাহে বন্ধ এসি, বিমানের মধ্যে আটকে অজ্ঞান এয়ার ইন্ডিয়ার যাত্রীরা

তবে এখনও জামিন পাননি কেজরিওয়াল। এহেন পরিস্থিতিতে শুক্রবার আমজনতার উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি। সাংবাদিক বৈঠকে এসেই কেজরি বলেন, "পরশু তিহাড় জেলে ফিরে যাব। জানি না এবার আমাকে কতদিনের জন্য আটকে রাখা হবে। তাই আজ সকলের কাছে একটি বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমার মা-বাবার বয়স হয়েছে। মায়ের শরীরও ভাল নয়। জেলে বসে সকলকে নিয়ে খুব দুশ্চিন্তা করি। তাই আমার পরে দয়া করে সকলে মা-বাবার খেয়াল রাখবেন।"

কেজরি আরও বলেন, তিহাড় জেলে থাকাকালীন একাধিকবার তাঁর ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আত্মসমর্পণ করতে পিছপা হবেন না। রবিবার বিকেল তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন আপ সুপ্রিমো।

[আরও পড়ুন: ভোটের পর বিহারে ফের নীতীশের পাল্টি, ইঙ্গিত তেজস্বীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুপ্রিম রেজিস্ট্রারের তরফে জানিয়ে দেওয়া হয়, জামিনের জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন আপ সুপ্রিমো।
  • এখনও জামিন পাননি কেজরিওয়াল। এহেন পরিস্থিতিতে শুক্রবার আমজনতার উদ্দেশে বিশেষ বার্তা দেন তিনি।
  • কেজরি আরও বলেন, তিহাড় জেলে থাকাকালীন একাধিকবার তাঁর ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল।
Advertisement