সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে বকলমে দিল্লির সরকারের কাজকর্ম দেখছেন তিনিই। দিল্লি প্রশাসনে এই মুহূর্তে অনেকটা কেজরিওয়ালের ছায়া হিসাবে কাজ করছেন অতিশী। কেজরিওয়াল চাইছিলেন স্বাধীনতা দিবসে তাঁর অনুপস্থিতিতে দিল্লিতে পতাকা উত্তোলন করার সুযোগও দেওয়া হোক অতিশীকে। সেই মর্মে তিনি দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাকে চিঠিও লিখেছেন।
আপের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, জেল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী সরকারি স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের দায়িত্ব অতিশীকে দিতে চেয়ে একটি চিঠি লিখেছেন উপরাজ্যপালকে। উপরাজ্যপাল অনুমতি দিলে দিল্লিতে বেনজিরভাবে মুখ্যমন্ত্রীর বদলে সাধারণ মন্ত্রী সরকারি অনুষ্ঠানের পতাকা উত্তোলন করবেন। যদিও ভি কে সাক্সেনার দপ্তর জানিয়েছে, কেজরির তরফে এই ধরনের কোনও চিঠি এখনও তাঁরা পাননি।
[আরও পড়ুন: ফের শাহাজাহানের ভাইকে তলব ইডির, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ]
বিজেপি অবশ্য পুরো বিষয়টিকেই হাস্যকর বলছে। গেরুয়া শিবির বলছে, এসব না করে আইন মতে কেজরিওয়ালের উচিত অতিশী বা অন্য কাউকে মুখ্যমন্ত্রী পদে বসানো। কিন্তু কেজরিওয়াল সেটা করবেন না। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবের বক্তব্য, এতেই বোঝা যাচ্ছে আপ নেতারা অরাজকতা পছন্দ করেন।
[আরও পড়ুন: ভয়ে ঘুম ছুটেছে ছিটমহলের, বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামে বিএসএফের নজরদারি]
এদিকে দিল্লি হাই কোর্টে আবার কেজরিওয়ালের জামিন বাতিলের দাবিতে করা মামলায় ভর্ৎসনা শুনতে হল ইডিকে। দিল্লি হাই কোর্টের বিচারপতি নীনা বনসল ইডির আইনজীবীকে বিরক্ত হয়ে প্রশ্ন করলেন, "আপনারা কী চান? কেজরিওয়ালকে ফের গ্রেপ্তার করতে চান?" আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। সেই মামলায় জামিনও পেয়েছেন কেজরি। যদিও সিবিআইয়ের করা মামলায় তিনি এখনও জেলবন্দি। সেই জামিনের বিরোধিতা করেই মমালা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।