shono
Advertisement

Breaking News

Shahrukha Khan

কেরিয়ারের শুরুতেই ছেলেকে ব্যবসার পাঠ শাহরুখের, নেটফ্লিক্সে কবে আসছে আরিয়ানের সিরিজ?

বাবার মতো অভিনেতা নন, পরিচালক হয়েই বলিউডে পা শাহরুখপুত্রর।
Published By: Akash MisraPosted: 08:24 PM Nov 19, 2024Updated: 08:30 PM Nov 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমনটি ছিল কথা, তেমনটিই হল। নাহ, বাবা শাহরুখ ও বোন সুহানার মতো অভিনয়ে পা দিলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। বরং প্রথম থেকে যে পরিচালক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের দিকেই পা বাড়িয়ে দিলেন। অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। বলিউডে ছেলের কেরিয়ার গড়তে এবার এগিয়ে এলেন শাহরুখ ও গৌরী খান। মঙ্গলবার এক্স হ্য়ান্ডেলে শাহরুখ শেয়ার করলেন এই সুখবর।

Advertisement

শাহরুখ লিখলেন, ''আজকের দিনটা খুবই স্পেশাল। কেননা, নতুন এক গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চাই। রেড চিলিসের হাত ধরে আরিয়ান খান নতুন যাত্রা শুরু করল পরিচালক হিসেবে। আরিয়ানের সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে। এখনও এর নাম ঠিক হয়নি। তবে প্রচুর টুইস্ট, প্রচুর ইমোশনে ভরা। আর আরিয়ান এটা মনে করে, শো বিজনেসের থেকে বড় ব্যবসা কিছু হয় না।''

শাহরুখের মতো অভিনয় করবেন নাকি অন্য় কোনও কেরিয়ার বাছবেন আরিয়ান? তা নিয়ে জল্পনা অনেক আগে থেকেই ছিল বলিউডে। তবে শাহরুখপুত্র আরিয়ান কখনই খোলসা করেননি আসলে কী করবেন তিনি। কিন্তু মাঝে মধ্য়েই খবরে আসত, আরিয়ান নাকি অভিনয়ের থেকে সিনেমা পরিচালনাতেই বেশি মন দিতে চান। তার মাঝেই টুক করে মদের কোম্পানি ও পোশাকের ব্র্যান্ড খুলে ফেললেন আরিয়ান। তার পরেই খবরে আসে তিনি সিরিজ পরিচালনা করছেন।

মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ।
  • বলিউডে ছেলের কেরিয়ার গড়তে এবার এগিয়ে এলেন শাহরুখ ও গৌরী খান।
Advertisement