shono
Advertisement

Breaking News

রদ ৩৭০, সীমান্তে ফৌজ মোতায়েন করছে আতঙ্কিত পাকিস্তান

সংবিধানের ৩৭০ ধারা লোপ পেতেই রীতিমতো যুদ্ধং দেহি মনোভাব পাকিস্তানের৷ The post রদ ৩৭০, সীমান্তে ফৌজ মোতায়েন করছে আতঙ্কিত পাকিস্তান appeared first on Sangbad Pratidin.
Posted: 10:05 AM Aug 06, 2019Updated: 02:34 PM Aug 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধানের ৩৭০ ধারা লোপ পেতেই রীতিমতো যুদ্ধং দেহি মনোভাব পাকিস্তানের৷ তড়িঘড়ি  আফগানিস্তান সীমান্ত থেকে সরিয়ে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ফৌজ মোতায়েন করছে পাক সেনা৷ পালটা ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তান কোনও ধরনের আগ্রাসন চালালে উচিত শিক্ষা দেওয়া হবে৷

Advertisement

[আরও পড়ুন: হামলা চালাতে এসে নিকেশ, নিজের জওয়ানদের দেহ নিতে অস্বীকার করল পাকিস্তান]

গতকাল, অর্থাৎ সোমবার গোটা দেশকে চমকে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা রদ করে মোদি সরকার৷ গেজেট নোটিফিকেশনে রাষ্ট্রপতির সই করে ‘অস্থায়ী’ ধারাটি বিলোপের কথা সংসদে ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল করার কোথায় ঘোষণা করেন তিনি৷ এই মর্মে একটি বিলও পেশ করেন তিনি৷ বিরোধীরা প্রতিবাদ করলেও রাজ্যসভায় পাশ হয়ে যায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল৷  তারপরই শুরু হয় উত্তেজনা৷ তুমুল প্রতিবাদ শুরু করে পাকিস্তান৷ ক্ষোভের সুরে পাক বিদেশমন্ত্রী বলেন, কাশ্মীর সমস্যা আবারও চাগিয়ে তুলতে চাইছে ভারত৷ এমনকী এই ইস্যুতে রাষ্ট্রসংঘেরও দ্বারস্থ হতে চলেছে পাকিস্তান বলেও জানান তিনি৷ বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের ধারণা জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ায় এবার পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে কড়া পদক্ষেপ নিতে পারে নয়াদিল্লি৷ ভূস্বর্গের রাজ্যের মর্যাদা না থাকায় হুরিয়ত, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি-র মতো পাকিস্তান ঘেঁষা রাজনৈতিক দলগুলির মাধ্যমে আর উপত্যকার মানুষকে প্রভাবিত করতে পারবে না ইসলামাবাদ৷       

তারপরই সীমান্তে সেনা মোতায়েন করা শুরু করেছে পাকিস্তান৷ এদিকে গোয়েন্দা সূত্রে সতর্কবার্তা পেয়ে উপত্যকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ যেকোনও পরিস্থিতির জন্য তৈরি রয়েছে সেনাবাহিনী৷ আইনশৃঙ্খলা বজায় রাখতে আগেই প্রায় ৩৫ হাজার আধাসেনা মোতায়েন করা হয়েছে৷ এদিকে, আন্তর্জাতিক মঞ্চেও ইসলামাবাদকে  ঘিরে ফেলতে তৈরি নয়াদিল্লি৷ সোমবার, আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স, ব্রিটেন-সহ একাধিক দেশের প্রতিনিধির সঙ্গে দেখা করেন বিদেশ সচিব বিজয় গোখলে৷ সূত্রের খবর, গত সপ্তাহে ব্যাংককে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওর সঙ্গে ৩৭০ ধারা নিয়ে আলোচনা করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর৷ তখনই ধারাটি তুলে নেওয়া হবে বলে আমেরিকাকে নাকি জানিয়েছিল ভারত৷ এছাড়াও, কাশ্মীর ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যে ভারত মেনে নেবে না,  তা আগেই প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছিল দিল্লি৷          

[আরও পড়ুন: বিরোধিতা সামান্যই, অনায়াসে রাজ্যসভায় পাশ জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯]

                                              

The post রদ ৩৭০, সীমান্তে ফৌজ মোতায়েন করছে আতঙ্কিত পাকিস্তান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement