সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি বাধ না সাধলে আর কয়েক ঘন্টা পরেই ক্যান্ডির বাইশ গজে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)। এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে একেবারে দার্শনিক মেজাজে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এখন প্রশ্ন হল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কি ২০২২ সালের ২৮ আগস্ট মাসের স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার?
এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে হার্দিক বলেন, “এই ম্যাচে একজন ক্রিকেটারের জাত চেনা যায়। বোঝা যায় যে কে কতটা জলে আছে। আমার মতে দু’দলের যার মধ্যে ‘এক্স ফ্যাক্টর’ আছে সে এমন চাপের ম্যাচে বাজিমাত করবে।”
[আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন সৌরভ]
হার্দিক জানেন ভারতের পক্ষে কাজটা কঠিন হবে। তিনি ফের যোগ করেন, “এই ম্যাচের সঙ্গে প্রচুর আবেগ জড়িয়ে থাকে। ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকেন। আমরা দল হিসাবে ভাল ক্রিকেট খেলতে চাই পাকিস্তানের বিরুদ্ধে। ওরা বেশ শক্তিশালী দল। সম্প্রতি এক দিনের ক্রিকেটে ওদের পারফরম্যান্সও ভাল। সেটা অস্বীকার করার জায়গা নেই। এই ম্যাচে চাপ থাকেই। তবে আমরা মাঠের বাইরের বিষয়গুলো বাইরেই রাখতে চাই। মাঠে নেমে অন্য কিছু মাথায় না রেখে ভাল খেলাই আমাদের একমাত্র লক্ষ্য।”
গতবারের এশিয়া কাপে সুপার এইট-এর ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল ভারত। তবে এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে ৫ উইকেটে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। ২৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ১৭ বলে ৩৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান হার্দিক। এবারের ‘মাদার অফ অল ব্যাটল’-এ তারকা অলরাউন্ডার কি সেই সুখের স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন? সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।