সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) চতুর্থ টেস্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে পিঠের চোটে কাবু হয়ে গিয়েছিলেন। এরপর আর ক্রিকেট মাঠে ফিরতে পারেননি। অবশেষে স্লিপডিস্কের মতো মারাত্মক চোটের কালা দিন কাটিয়ে ফের বাইশ গজের যুদ্ধে ফেরার অপেক্ষায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023)। ২ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। এর আগে শ্রেয়সের এই কামব্যাক নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। সেখানেই নিজের চোট থেকে শুরু করে অস্ত্রোপচার, সবকিছু নিয়েই মুখ খুলেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রেয়স। সেখানে তাঁকে তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ফিজিয়ো নিতিন প্যাটেল এবং ট্রেনার রজনীকান্তের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। তাঁদের কাছে রিহ্যাব করার আগে শ্রেয়সের শারীরিক অবস্থা কেমন ছিল? কীভাবে চোট পেয়েছিলেন? সেটাই বোর্ডের পোস্ট করা ভিডিওতে জানিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।
[আরও পড়ুন: এশিয়া কাপের লড়াইয়ের আগে বিরাটের বিরুদ্ধে পাকিস্তানের 'মাইন্ড গেম' শুরু! কিন্তু কীভাবে?]
তিনি বলেছেন, "একটা লম্বা যাত্রা পেরিয়ে এলাম। আজ যে জায়গায় দাঁড়িয়ে তা যে মানুষগুলোর জন্যে সম্ভব হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ নিতিন ভাই, রজনী স্যর এবং এনসিএ-র প্রত্যেককে, যাঁদের অক্লান্ত পরিশ্রম করে আমাকে সারিয়ে তুলেছে। তোমাদের প্রতি অনেক ভালবাসা থাকল।" এরপর শ্রেয়স ফের বলেন, "কীভাবে চোট লেগেছিল সেটা এখনও জানি না। একাদিন সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ স্লিপডিক্সে আক্রান্ত হয়ে যাই। এরপর কয়েক ঘন্টা আমার জ্ঞান ছিল না। হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। সেই ঘটনার দু'দিন পর বাড়ি ফিরলেও, আর পাঁচজনের মতো সুস্থ জীবনযাপন করতে পারছিলাম না। এরমধ্যে ক্রিকেট কেরিয়ার প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। তাই শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং এটা যে সঠিক সিদ্ধান্ত ছিল, সেটা ফিট হয়ে এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ার পর বুঝতে পারলাম।"
লক্ষ্য এশিয়া কাপে পারফরম্যান্স করা। আর সেই টার্গেট নিয়েই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) ব্যাট করতে নেমেছিলেন শ্রেয়স। প্রস্তুতি ম্যাচে ১৯৯ রানের একটা বিস্ফোরক ইনিংস তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিল। মুম্বইকর শ্রেয়সের কামব্যাক নিয়ে এমনই আনটোল্ড স্টোরি শোনা গিয়েছে।
[আরও পড়ুন: অনুশীলনে কীভাবে ঝড় তুললেন বিরাট-জাদেজা? দেখুন ভাইরাল ভিডিও]
সেই প্রস্তুতি ম্যাচে শ্রেয়স নাকি একটি ম্যাচে ৩৮ ওভার ব্যাট করেছিলেন। এমনকি ৫০ ওভার ফিল্ডিং করেছিলেন তিনি। কেএল রাহুলও পুরো ম্যাচে মাঠে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেন, “এনসিএ-তে আয়োজিত প্রস্তুতি ম্যাচে ১৯৯ রান করেছিল শ্রেয়স। বিপক্ষের কোনও বোলাকে শ্রেয়স ছাড়েনি। শুধু ব্যাটিং নয়, মুখ্য নির্বাচকদের ভরসা বাড়িয়ে দেওয়ার জন্য সেই ম্যাচে পুরো ৫০ ওভার ফিল্ডিং করেছিল শ্রেয়স।”
ফিটনেস টেস্ট পাশ করে শ্রেয়স ইতিমধ্যেই এশিয়া কাপের দলে জায়গা পাকা করে নিয়েছেন। তবে তাই বলে এই মুম্বইকরের গত কয়েক মাসের লড়াইয়ের ভাগিদার কিন্তু অনেকে। সেটা মনে করিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শ্রেয়স।