সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে এখনও নিজেদের সেরা ছন্দে ধরা দেয়নি ভারত। আর সেটাই চিন্তায় রাখছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। সুপার ফোরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। হিটম্যান বলছে, আত্মতৃপ্তির কোনও জায়গা নেই সুপার ফোরে।
দলের এখনও কিছু কিছু জায়গায় দুর্বলতা থেকে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টপ অর্ডার রান পায়নি। নেপালের বিরুদ্ধে ভারতের ফিল্ডিং ভাল হয়নি। ভারত অধিনায়ক বলছেন, ”আমরা নিজেদের সেরা ছন্দে নেই। ভাল খেলতে পারিনি। বেশ কয়েকজন দীর্ঘদিন পরে ক্রিকেটে ফিরেছে। পাকিস্তানের বিরুদ্ধে চাপ ছিল। শুরুর দিকে উইকেট চলে যাওয়ার পরে হার্দিক ও ঈশান আমাদের ভাল জায়গায় পৌঁছে দেয়। নেপালের বিরুদ্ধে আমাদের বোলিং ভাল হয়েছিল। কিন্তু ফিল্ডিং একদমই ভাল হয়নি।”
[আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: বিতর্কিত ১৬ ফাইল ব্যবহার করা যাবে না, নির্দেশ হাই কোর্টের]
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে গেলেও নেপালের বিরুদ্ধে ভারত ১০ উইকেটেই জিতেছে। প্রথমে ব্যাট করে নেপাল করেছিল ২৩০ রান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের টার্গেট ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কমে যায়। রোহিত ও গিল অপরাজিত থেকে ভারতকে পৌঁছে দেন সুপার ফোরে।