সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ক্যাচ ছাড়েন বিরাট কোহলি (Virat Kohli)। সেই নেপাল ম্যাচেই কোহলিকে নাচতে দেখা গিয়েছে নেপালি গানের তালে।
ক্রিকেট মাঠে কোহলিকে অতীতেও নাচতে দেখা গিয়েছে। সোমবার এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত ও নেপাল ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন জনপ্রিয় নেপালি গান ‘কুটু মা কুটু’র তালে পা নাড়াতে দেখা যায় কোহলিকে। ‘কুটু মা কুটু’ খুবই জনপ্রিয় গান। ইউটিউবে ১৯৩ মিলিয়ন ভিউ হয়েছে গানটি। নেপালি সমর্থকরা কোহলির নাচের মুভ দেখে খুশি হন।
[আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: বিতর্কিত ১৬ ফাইল ব্যবহার করা যাবে না, নির্দেশ হাই কোর্টের]
নেপালের বিরুদ্ধে ম্যাচে কোহলি সহজ ক্যাচ ছাড়েন। এই ভারতীয় দলে কোহলি দুর্দান্ত ফিল্ডার। সেই তিনি ক্যাচ ফেলায় অনেকেই অবাক হয়ে যান। কোহলি নিজেও হতাশ হয়ে পড়েন। নেপালের বিরুদ্ধে ম্যাচে অবশ্য সার্বিক ভাবে ভারতের ফিল্ডিং ভাল হয়নি। প্রথম পাঁচ ওভারের মধ্যেই তিন-তিনটি ক্যাচ ফস্কান ভারতের ফিল্ডাররা। শ্রেয়স আইয়ার স্লিপে ক্যাচ ফেলেন। কোহলি ছাড়াও উইকেট কিপার ঈশান কিষান ক্যাচ ফেলেন।
আসিফ শেখের ক্যাচ শুরুর দিকে ছাড়লেও কোহলি কিন্তু সেই আসিফকেই তালুবন্দি করেন ৩০-তম ওভারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ অবশ্য ভারত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতে নেয়। সুপার ফোরের টিকিট জোগাড় করেছে টিম ইন্ডিয়া। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিয়েছেন, ভারত এখনও পর্যন্ত এশিয়া কাপে নিজেদের সেরা ছন্দে ধরা দেয়নি।