পারদ চড়েছিল এশিয়া কাপের ভারত-পাক মহারণের। একই সঙ্গে বৃষ্টির আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত বৃষ্টির জন্যই ভারত-পাক মহারণ পরিত্যক্ত বলে ঘোষিত হল। ভারত প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রান করে। একসময়ে পাক আক্রমণে ধুঁকছিল ভারতের ব্যাটিং। কিন্তু হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণ খাদের কিনারা থেকে টেনে তোলে ভারতকে। পুরোদস্তুর ৫০ ওভার খেলতে না পারলেও ভারত যথেষ্ট লড়াকু রান করে স্কোরবোর্ডে। কিন্তু ভারতের ইনিংস শেষ হওয়ার পরে বৃষ্টি নামে। কখনও কমে বৃষ্টি, আবার বাড়ে। বৃষ্টি এখটু ধরে এলে মাঠ পর্যবেক্ষণও করা হয়। যখন মনে হচ্ছে ম্যাচ শুরু করা সম্ভব তখন ফের শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষিত হয়। পাকিস্তান ইনিংসের এক বলও হয়নি। আর এই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ার ফলে দুই দলই এক পয়েন্ট করে পেল।
বৃষ্টির জন্য পাক ইনিংসের এক বলও খেলা হল না। বৃষ্টি না থামায় খেলা পরিত্যক্ত বলে ঘোষিত হয়।
ভারতীয় সময় রাত ন’ টায় মাঠ পর্যবেক্ষণ করা হয়। মাঠ পর্যবেক্ষণের অব্যবহিত পরেই ফের শুরু হয় বৃষ্টি।
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু হয়নি পাকিস্তানের ইনিংস। ভারতের ইনিংসের শেষেই বৃষ্টি নামে পাল্লেকেলেতে।
৪৮.৫ ওভারে নাসিম শাহ ফেরালেন বুমরাহকে (১৬)। ভারতের ইনিংস থামল ২৬৬ রানে। শাহিন আফ্রিদি-১০-২-৩৫-৪, নাসিম শাহ -৮.৫-০-৩৬-৩, হ্যারিস রউফ ৯-০-৫৮-৩।
৪৮.২ ওভারে নাসিম শাহ আঘাত হানলেন। ফেরালেন কুলদীপ যাদবকে (৪)। ভারত ৯ উইকেটে ২৬১। বুমরাহর সঙ্গে যোগ দিলেন সিরাজ।
৪৮ ওভার শেষ ভারতের ইনিংসে। ৮ উইকেটে ২৬১ রান টিম ইন্ডিয়ার।
৪৭ ওভার শেষে ভারতের রান ৮ উইকেটে ২৫৭। দলের রান বাড়ানোর চেষ্টায় কুলদীপ ও বুমরাহ।
৪৬ ওভার শেষ। ভারতের রান ৮ উইকেটে ২৫২ রান। কুলদীপ অপরাজিত ১, বুমরাহ অপরাজিত ৭।
৪৫ ওভারে ভারতের রান ৮ উইকেটে ২৪৬। কুলদীপ যাদব ও জশপ্রীত বুমরাহ ক্রিজে। কেউই খাতা খোলেননি।
৪৪.১ ওভারে নাসিম শাহের বলে আউট হন শার্দূল ঠাকুর (৩)। ভারতের রান ৭ উইকেটে ২৪২।
৪৩.৬ ওভার। জাদেজাকে ফেরালেন আফ্রিদি। ভারতের রান ৭ উইকেটে ২৪২।
৪৩.১ ওভার। পাণ্ডিয়া ফিরলেন ৮৭ রানে (৯০ বল)। শাহিন আফ্রিদির স্লোয়ারে ঠকে গেলেন হার্দিক।
৪৩ ওভার শেষে ভারত ৫ উইকেটে ২৩৯। পাণ্ডিয়া অপরাজিত ৮৭, জাদেজা অপরাজিত ১৪।
৪১ ওভারের শেষে ভারত ৫ উইকেটে ২২৬। পাণ্ডিয়া অপরাজিত ৮০, জাদেজা অপরাজিত ৮।
হ্যারিস রউফের বলে ফিরলেন ঈশান কিষাণ (৮২ রান, ৮১ বলে)। পাণ্ডিয়া ও ঈশান ১৩৮ রানের পার্টনারশিপ গড়ার পরে আউট হন বাঁ হাতি কিষান। ৩৭.৩ ওভারে ভারত ৫ উইকেটে ২০৪। ক্রিজে পাণ্ডিয়ার (৬৬) সঙ্গে রবীন্দ্র জাদেজা।
ঈশান-হার্দিকের পালটা মারে ৩৬.৫ ওভারে ২০০ পেরল ভারত।
হাফ সেঞ্চুরি করলেন হার্দিক পাণ্ডিয়া। ৬২ বলে হাফ সেঞ্চুরি। ৩৪ ওভারের শেষে ভারতের রান চার উইকেটে ১৭৮। ১১৭ রানের পার্টনারশিপ গড়েন ঈশান ও পাণ্ডিয়া।
৩০ ওভারের শেষে ভারতের রান ৪ উইকেটে ১৪৯। পাণ্ডিয়া অপরাজিত ৩৮, ঈশান অপরাজিত ৫৬।
৫০ রান করলেন ঈশান। ৫৪ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি।
২৫ ওভার। ভারতের রান চার উইকেটে ১২৭। হার্দিক অপরাজিত ৩০, ঈশান কিষাণ অপরাজিত ৪৩। এই ওভারে ওঠে ৬ রান।
৫০ রানের পার্টনারশিপ গড়লেন হার্দিক ও ঈশান কিষাণ। ৫২ বলে এই রান করেছেন তাঁরা।
২০ ওভারের শেষে টিম ইন্ডিয়ার রান ৪ উইকেটে ১০২। এই ওভারে ওঠে ৮ রান। পাণ্ডিয়া ব্যাট করছেন ১৬ রানে। ঈশান কিষাণ অপরাজিত ৩২।
১৮ ওভার শেষ। তিন রান হয় এই ওভারে। ক্রিজে ঈশান কিষাণ ২৯, পাণ্ডিয়া ৯। ভারতের রান ৪ উইকেটে ৯২।
১৬ ওভারের শেষে টিম ইন্ডিয়ার রান ৪ উইকেট হারিয়ে ৮৩ রান। ১১ রান উঠেছে এই ওভারে। ক্রিজে রয়েছেন পাণ্ডিয়া ৭, ঈশান কিষান ২৩।
১৫ ওভারের শেষে ভারত ৪ উইকেটে ৭২। ক্রিজে রয়েছেন পাণ্ডিয়া ৫, ঈশান কিষান ১৪।
১৪.১ – রউফের বলে আউট গিল। ১০ রানে ফিরলেন শুভমান গিল। ভারত প্রবল চাপে। চার উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ৬৬।
১২ ওভারের শেষে ভারতের রান তিন উইকেটে ৫৮।
১১.৪ -ঈশান কিষাণ ছক্কা মারলেন হ্যারিস রউফকে।
১১.৩- হ্য়ারিস রউফের বলে সিঙ্গল নিলেন গিল।
১১.২- ফের বাদ সাধল বৃষ্টি। আবারও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত আম্পায়ারদের। ভারতের স্কোর ৩ উইকেটে ৫১।
৯.৫- চাপ আরও বাড়ল ভারতের। এবারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সকে শর্ট বলে ফেরালেন রউফ। ভারতের স্কোর ৯.৫ ওভারে ৩ উইকেটে ৪৮ রান।
৬.৩- এবার শাহিনের শিকার বিরাট। অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে প্লেইড-অন হলেন কিং কোহলি। ভারতের স্কোর ২৭-২।
৪.৬- পঞ্চম ওভারের শেষে প্রথম উইকেটের পতন ভারতের। শাহিনের স্বপ্নের ইনসুইংয়ে ফের উড়ে গেল রোহিতের উইকেট।
ধীরে ধীরে কভার সরানো হচ্ছে। বৃষ্টি থামায় দ্রুত খেলা শুরুর সম্ভাবনা।
৪.২- শুরুতেই বৃষ্টির বাধা। আপাতত খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত আম্পায়ারদের। ভারতের স্কোর বিনা উইকেটে ১৫।
৪.০- ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫।
৩.০- ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৪ রান।
১.০- প্রথম ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬ রান।
দুপুর ৩টে: ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং গিল মাঠে। বল শুরু করলেন শাহিন আফ্রিদি।
—–
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি,শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ
পাকিস্তানের প্রথম একাদশ: ফখর জামান, ইমামউল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ