shono
Advertisement
Asia Cup

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না খেলার জের, এশিয়া কাপ কার্যত হাতছাড়া ভারতের!

Published By: Anwesha AdhikaryPosted: 10:50 AM Feb 28, 2025Updated: 10:54 AM Feb 28, 2025

আলাপন সাহা: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত। দীর্ঘ টালবাহানা শেষে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে এশিয়া কাপ কার্যত ভারতের হাতছাড়া হতে চলেছে। কারণ এশিয়া কাপ খেলতে ভারতে আসবে না পাক ব্রিগেড। তাই ভারত আয়োজক হলেও গোটা টুর্নামেন্ট খেলা হবে অন্য কোনও দেশে। কোথায় খেলা হবে চলতি বছরের এশিয়া কাপ, সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময়ই সিদ্ধান্ত হয়েছিল, ভারত যদি পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানও ভারতে খেলতে আসবে না। ফলে আসন্ন এশিয়া কাপ ভারতে আয়োজিত হলেও পাকিস্তানের ম্যাচগুলি রাখতে হবে কোনও নিরপেক্ষ কেন্দ্রে। কিন্তু যেহেতু এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে। পরপর ম্যাচ হওয়ার কারণে হাইব্রিড মডেলে আয়োজন করাও বেশ কঠিন। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল চাইছে গোটা টুর্নামেন্টটাই ভারতের বাইরে আয়োজন করা হোক। আয়োজক ভারত থাকলেও ভারতের মাটিতে কোনও ম্যাচই খেলা হবে না।

সেক্ষেত্রে কোথায় খেলা হবে এশিয়া কাপ? দুটি দেশের নাম রয়েছে সম্ভাব্য আয়োজকদের তালিকায়। শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে এসিসি। কিন্তু সেপ্টেম্বর মাসে দুবাইয়ে প্রচণ্ড গরম। তাই শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে এশিয়া কাপ। কিন্তু আয়োজনের যাবতীয় দায়িত্ব থাকবে ভারতের হাতেই। উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি রাখা হয়েছিল দ্বীপরাষ্ট্রে। ফাইনালও খেলা হয় সেদেশেই।

সূত্রের খবর, এমনভাবে এশিয়া কাপের সূচি তৈরি হবে যেন অন্তত দুবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পান ক্রিকেটপ্রেমীরা। একই গ্রুপে রাখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। যদি দুই দল ফাইনালে ওঠে, তাহলে একই টুর্নামেন্টে তিনবার মেগাম্যাচ দেখা যেতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহে খেলা হবে এশিয়া কাপ। ভারত এবং পাকিস্তান ছাড়াও এশিয়া কাপে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, হংকং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময়ই সিদ্ধান্ত হয়েছিল, ভারত যদি পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানও ভারতে খেলতে আসবে না।
  • কোথায় খেলা হবে এশিয়া কাপ? দুটি দেশের নাম রয়েছে সম্ভাব্য আয়োজকদের তালিকায়। শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে গোটা টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে এসিসি।
  • এমনভাবে এশিয়া কাপের সূচি তৈরি হবে যেন অন্তত দুবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পান ক্রিকেটপ্রেমীরা। একই গ্রুপে রাখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।
Advertisement