shono
Advertisement
IPL 2025

রোহিতদের ম্যাচে বন্ধ চিয়ারলিডারের নাচ-আতশবাজি, পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের স্মরণে সিদ্ধান্ত বোর্ডের

নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া।
Published By: Arpan DasPosted: 12:49 PM Apr 23, 2025Updated: 04:26 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের স্মরণে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। বুধবার আইপিএলের ম্যাচে নামবে মুম্বই ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে কোনও আতশবাজির রোশনাই থাকবে না। চিয়ারলিডারের নাচও বন্ধ থাকবে। এছাড়া ম্যাচের আগে নীরবতা পালন করা হবে। দুদলের সমস্ত প্লেয়ার ও আম্পায়াররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবেন। অন্যদিকে পহেলগাঁওয়ের ঘৃণ্য ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া।

Advertisement

মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। অথচ মঙ্গলবারে লখনউ বনাম দিল্লি ম্যাচে কোনও শোকপ্রকাশ করা হয়নি। তাই নিয়ে বিসিসিআই ও আইপিএল'কে তোপ দেগেছিলেন নেটিজেনরা।

অবশেষে বড় পদক্ষেপ নিল বিসিসিআই। হায়দরাবাদে আইপিএলের ম্যাচে নিহতদের স্মরণে দুই দলের প্লেয়াররা কালো আর্ম ব্যান্ড পরে নামবেন। ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনও করা হবে। সাধারণত চার-ছক্কা হলে বা উইকেট পড়লে চিয়ারলিডারদের নাচতে দেখা যায়। এই ম্যাচে সেটাও হবে না। বন্ধ থাকবে আতশবাজির ঝলকানিও।

পেহালগাঁওয়ের ঘটনায় শোকার্ত বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ারাও। ইনস্টা স্টোরিতে কোহলি লিখেছেন, 'পহেলগাঁওয়ে ঘৃণ্য আক্রমণে নিরীহ মানুষদের প্রয়াণে শোকাহত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। তাঁদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। আশা করি, এই বর্বরোচিত আচরণের উপযুক্ত জবাব দেওয়া হবে।' এর আগে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসই শোকপ্রকাশ করেছে। সমবেদনা জানিয়েছে মোহনবাগানও। ক্রিকেটারদের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, সুরেশ রায়না, যুবরাজ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীররা পহেলগাঁওর জঙ্গি আক্রমণের ঘটনায় সোচ্চার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের স্মরণে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই।
  • বুধবার আইপিএলের ম্যাচে নামবে মুম্বই ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে কোনও আতশবাজির রোশনাই থাকবে না।
  • চিয়ারলিডারের নাচও বন্ধ থাকবে। এছাড়া ম্যাচের আগে নীরবতা পালন করা হবে।
Advertisement