সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় মোকাবিলায় কেএল রাহুল বুঝিয়ে দিলেন একানাও তাঁর 'নিজের মাঠ'। হাফসেঞ্চুরি করে ম্যাচ জেতালেন। আর তারপর এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ২ সেকেন্ডের করমর্দন। সেভাবে কথাও বললেন না। যেন বুঝিয়ে দিতে চাইলেন, 'অপমানের' জবাব এভাবেই দেবেন।
গতবছর লখনউ জার্সিতে রাহুলের সফরটা ভালোভাবে শেষ হয়নি। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মাঠের মধ্যেই তাঁর 'বচসার' ঘটনা ভাইরাল হয়েছিল। এবছর তিনি চলে এসেছেন। রাহুল যদিও সেই ঘটনা নিয়ে সেভাবে 'প্রতিবাদ' জানাননি। বরং জবাবটা তুলে রেখেছিলেন, ব্যাট হাতে পারফরম্যান্সের জন্য। সন্তান হওয়ার জন্য দু'দলের প্রথম ম্যাচটা খেলতে পারেননি। দ্বিতীয় দফায় ৪২ বলে ৫৭ রান করলেন। লখনউয়ের ১৫৯ রান তাড়া করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
হাফসেঞ্চুরির পর ব্যাট পিছন দিকে নিয়ে নিজের জার্সি নম্বর দেখান রাহুল। তাঁর জার্সি নম্বর ১। ফলে অনেকে অনুমান করছেন, লখনউয়ের একানা স্টেডিয়ামে এই সেলিব্রেশনে আসলে বুঝিয়ে দিয়েছেন, 'তিনিই সেরা'। ম্যাচের পর তাঁর সঙ্গে করমর্দনের জন্য এগিয়ে আসেন সঞ্জীব গোয়েঙ্কা। রাহুল করমর্দন করেন ঠিকই। তবে সেটা যেন নিতান্তই ভদ্রতারক্ষার খাতিরে। গোয়েঙ্কার সঙ্গে কথাও বলেননি। কোনও রকমে হাত মিলিয়ে চলে যান। লখনউ কর্ণধার কিছু একটা বলতে চেষ্টা করলেও রাহুল দাঁড়াননি।
অনেকে মনে করছেন, ব্যাটে পারফরম্যান্সের পর এভাবেই জবাব দিলেন রাহুল। যদিও দিল্লির জয়ের পিছনে বাংলার দুই ক্রিকেটারের অবদান রয়েছে। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা মুকেশ কুমার। অন্যদিকে ৩৬ বলে ৫১ করে দিল্লির জয়ের ভিত তৈরি করে দেন অভিষেক পোড়েল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে দিল্লি ক্যাপিটালস।
