shono
Advertisement

Breaking News

Asia Cup: চিন্তা শুধু সূর্য-হার্দিককে নিয়ে, রোহিত-বিরাটদের যেন পাত্তাই দিচ্ছে না পাকিস্তান!

ভারতের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য বিরাট-রোহিতদের নিয়ে আশাবাদী।
Posted: 12:29 PM Sep 04, 2022Updated: 12:29 PM Sep 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) নাম শুনলেই পাক বোলারদের হৃদকম্পন বেড়ে যেত। এই দুই তারকা পাকিস্তানের বিরুদ্ধে নেহাত কম রান করেননি। কিন্তু সময় বদলেছে। দুই তারকার কেউই আর নিজেদের সেরা ফর্মে নেই। আর পাকিস্তানও তাঁদের নিয়ে চিন্তিত নয়। পাক শিবির আর ভারতের দুই হেভিওয়েটকে সেভাবে পাত্তা দিচ্ছে না। তাঁদের চিন্তা বরং অন্য দু’জনকে নিয়ে। একজন সূর্যকুমার যাদব, আরেকজন হার্দিক পাণ্ডিয়া।

Advertisement

তাঁদের মূল চিন্তা যে শুধু হার্দিক আর সূর্য, সেটা গোপন রাখছে না পাক শিবির। পাক পেসার হরিশ রাউফ (Harish Rauf) বলেই দিচ্ছেন, রবিবাসরীয় দুবাইয়ে যত দ্রুত সম্ভব সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আর হার্দিক পাণ্ডিয়াকে আউট করাই তাঁদের লক্ষ্য। আসলে হংকংয়ের বিরুদ্ধে ভারতের গত ম্যাচে বিধ্বংসী ফর্মের পরিচয় দিয়েছেন সূর্যকুমার। আজ ভারতীয় ক্রিকেটের ‘স্কাই’ তেমন আর একটা ইনিংস খেললে পাকিস্তানের পুনরায় হার অনিবার্য। রউফ বলছিলেন, “আমরা জানি, সূর্য আর হার্দিক ক্রিজে থেকে গেলে কী হতে পারে। ওরা দু’জনেই দুর্ধর্ষ ক্রিকেটার। তাই আমাদের টার্গেট থাকবে ওদের তাড়াতাড়ি আউট করা।”

[আরও পড়ুন: ২০২৯-এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, দাবি SBI রিপোর্টে]

ভাবখানা এমন যেন এই দুই তারকাকে আউট করলেও ভারতের খেল খতম হয়ে যাবে। পাকিস্তান যতই বিরাট-রোহিতদের পাত্তা না দিতে চাক, ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এখনও তাঁদের অভিজ্ঞতার উপরই ভরসা রাখছেন। টিম ইন্ডিয়ার হেডকোচ তাই বলছিলেন, পাকিস্তানের যতই ভাল বোলার থাক রোহিত শর্মা, বিরাট কোহলিরা এই পাকিস্তানি বোলিং বিভাগের বিরুদ্ধেই প্রচুর রান করেছেন। রউফ যে দু’জনকে নিয়ে বলে গেলেন, তাঁদের দু’জনের একজনও শনিবার ভারতীয় প্র্যাকটিসে ছিলেন না। বিরাট-রোহিতও না।

[আরও পড়ুন: অবশেষে উপরাষ্ট্রপতি ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে তৃণমূল! তুঙ্গে জল্পনা]

মেগা ম্যাচের আগে দু’দলেই একাধিক বোলারের চোট পেয়েছেন। প্রথম একাদশ সাজাতেই কালঘাম ছুটছে কোচেদের। এ নিয়ে জিজ্ঞাসা করা হয় রউফকে। তিনি বললেন, “এটা ঠিক যে, দু’টো টিমই (Team India) কোনও কোনও ক্রিকেটারকে পাবে না। কিন্তু তার পরেও দু’টো দলই সেরা টিম নামাবে। কারণ, ভারত বা পাকিস্তানে যারাই খেলে, তারা সেরাই হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement