সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সে অনন্য নজির গড়েছে সৌরভ চৌধুরি। সোনা জিতে এশিয়ান গেমসের তৃতীয় দিনের শুরুটা জমিয়ে দিয়েছিল এই তরুণ শুটার। এশিয়াডে ভারতের কনিষ্ঠতম অ্যাথলিট হিসেবে প্রথমবার বড় মঞ্চে খেলতে নেমেই বাজিমাত করে সে। মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে চিনা প্রতিপক্ষকে হারিয়ে সোনা জেতে। সৌরভের সঙ্গে একই ইভেন্টে ব্রোঞ্জ পান ভারতের অভিষেক বর্মা। এখানেই শেষ নয়, ৫০ মিটার রাইফেলে এদিন রুপো ঘরে তোলেন ভারতীয় শুটার সঞ্জীব রাজপুত।
[কাকতালীয় হলেও সত্যি, ৫৮তম সেঞ্চুরি হাঁকিয়ে এভাবেই শচীনকে মনে করালেন বিরাট]
দিন গড়াতে আরও কয়েকটি পদক আসে ভারতের ঝুলিতে। থাইল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেপাক টাকরোয় ব্রোঞ্জ পায় ভারতীয় পুরুষ দল। এদিকে কুস্তিতে এদিনও পদক এল ঘরে। মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতলেন দিব্যা কাকরান। প্রতিপক্ষকে ১০-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ পকেটে পোরেন ভারতীয় কুস্তিগির। সোমবারই এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতে ইতিহাসে গড়েছিলেন ভিনেশ ফোগাট। এদিন কুস্তিতে এল ব্রোঞ্জ। দিনের শেষে উসুতে কমপক্ষে চারটি পদক নিশ্চিত করলেন ভারতীয় অ্যাথলিটরা।
[ষোলোতেই বাজিমাত, সৌরভ চৌধুরির হাত ধরে এশিয়াডে তৃতীয় সোনা ভারতের]
এছাড়াও এদিন নজর কাড়লেন ভারতীয় মহিলা হকি দল। পুল বি ম্যাচে কাজাখস্তানকে ২১-০ গোলে উড়িয়ে দিল প্রমিলাবাহিনী। এভাবে এগোতে থাকলে হকিতে পদক জয় যে কেবলই সময়ের অপেক্ষা, তা বলাই বাহুল্য। এদিন দুর্দান্ত খেলে প্রতিপক্ষকে হারায় ভারতের পুরুষ ও মহিলা কাবাডি দলও। এদিকে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্না এবং দ্বিভিজ শরণ। প্রথম দু’দিনের মতো তৃতীয় দিনও জাকার্তায় উজ্জ্বল ভারতীয় অ্যাথলিটরা। মঙ্গলবার মোট পাঁচটি পদক এল দেশে।
The post এশিয়াডের তৃতীয় দিন পাঁচটি পদক ভারতের, নজর কাড়ল মহিলা হকি দল appeared first on Sangbad Pratidin.