shono
Advertisement

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, এশিয়াডের প্রস্তুতি শিবির থেকে বাদ দুই ‘দঙ্গল কন্যা’

এখন কী করবেন দুই তারকা বোন? The post শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, এশিয়াডের প্রস্তুতি শিবির থেকে বাদ দুই ‘দঙ্গল কন্যা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:54 PM May 17, 2018Updated: 06:09 PM May 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  তবে কি আসন্ন এশিয়ান গেমসে খেলতে পারবেন না দঙ্গল গার্ল গীতা ফোগাট এবং ববিতা ফোগাট?  কুস্তি ফেডারেশনের সিদ্ধান্তে আপাতত সেই আশঙ্কাতেই দিন গুনছেন হরিয়ানার কুস্তিগীর দুই বোন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লখনউতে চলতি এশিয়াড শিবির থেকে বাদ দেওয়া হয়েছে গীতা, ববিতা ফোগাট- সহ মোট ১৩ জন রেসলারকে। জাতীয় শিবির থেকে বাদ পড়তে হয়েছে গীতা-ববিতাদের দুই ছোট বোন ঋতু এবং সঙ্গীতাকেও।

Advertisement

[আইপিএল ম্যাচে মেলেনি ভিআইপি পরিষেবা, স্টেডিয়ামে যাওয়ার রাস্তা বন্ধ করলেন মন্ত্রী]

ফোগাট বোনেদের জীবন কাহিনিকে ‘দঙ্গল’ সিনেমায় রুপোলি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন আমির খান। তারপরই রীতিমতো তারকা হয়ে যান দুই বোন। কুস্তির জগতে অবশ্য এর আগে থেকেই নামডাক ছিল গীতা এবং ববিতার । দুই বোনই এর আগে কমনওয়েলথ গেমসে  স্বর্ণ পদক এনে দিয়েছিলেন দেশকে । কিন্তু এবার এশিয়ান গেমসে তাঁদের খেলা নিয় বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

[OMG! ফুটবলের টানে ভারতে আসার ইচ্ছাপ্রকাশ করলেন রোনাল্ডো!]

জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সরণ সিং জানিয়েছেন, ফেডারেশনের নিয়ম অনুযায়ী নাম ঘোষণার পর ৩ দিনের মধ্যে জাতীয় শিবিরে সশরীরে হাজিরা দিতে হয় রেসলারদের। নিয়ম অনুযায়ী যদি তা সম্ভব না হয় তাহলে কোচকে উপযুক্ত কারণ দেখাতে হয়। কিন্তু কুস্তি ফেডারেশন জানিয়েছে, এই ১৩ জন রেসলার দুটোর কোনওটিই করেননি। গীতা, ববিতা সহ ১৩ জন রেসলারের এই আচরণ গুরুতর অপরাধের শামিল বলেই মনে করছে ফেডারেশন। যার ফলে এখন রীতিমতো বিপাকে দুই ‘দঙ্গল গার্ল’-সহ মোট ১৩ জন কুস্তিগীর।

[নিজের শহরে ছদ্মবেশে সৌরভ গঙ্গোপাধ্যায়, চিনতে পারলেন না কেউই]

তবে, এখনও ইন্দোনেশিয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ থাকছে গীতা-ববিতাদের কাছে। জাতীয় শিবিরে হাজিরা না দেওয়ার পিছনে উপযুক্ত কারণ দেখাতে পারলে তাঁদের এখনও এশিয়াডে খেলার সুযোগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। এদিকে, গীতা ফোগাট জানিয়েছেন হাঁটুতে গুরুতর চোট থাকায় জাতীয় শিবিরে যোগ দিতে পারেননি তিনি। ফেডারেশনের তরফে তাঁকে শোকজ করা হলে তাঁর উপযুক্ত জবাব দেবেন বলেও জানিয়েছেন গীতা। এবছরের অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান গেমস। প্রস্তুতির জন্য লখনউ এবং শোনিপথে গত ১০ মে পর্যন্ত প্রস্তুতি শিবির শুরু করেছে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া। শিবির চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

The post শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, এশিয়াডের প্রস্তুতি শিবির থেকে বাদ দুই ‘দঙ্গল কন্যা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement