সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের মাটিতে ভারতীয় ক্রীড়াবিদদের জয়ের ধারা অব্যাহত। বুধবার শুটিংয়ের দুই বিভাগে সোনা এবং রুপো জিতে নিলমহিলা দল। মহিলাদের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে সোনার পদক এবং ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে এল রুপো।
এদিন মহিলা শুটিংয়ের ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে প্রথম হলেন মানু ভাকর, ইশা সিং এবং রিদম সাংওয়ান। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে চতুর্থ সোনা এবং ভারতের ঘরে। নিজের তিন র্যাপিড রাউন্ডে ৯৯, ৯৯ এবং ১৯৮ স্কোর করে দলের সোনা জয় নিশ্চিত করে দেন মানু। তিন তারকার মিলিত স্কোর ১৭৫৯। অন্যদিকে, অশি চোকসি, মানিনি কৌশিক এবং সিফ্ট কৌর সামরা দ্বিতীয় স্থানে শেষ করেন ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে।
[আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’, শাকিবের আপত্তিতে দল থেকে বাদ তামিম!]
শুটিংয়ে মহিলারা সোনা ও রুপো জেতায় মোট ১৬টি পদকের পাশে লেখা হয়ে গেল ভারতের নাম। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল এবং ইকুয়েস্ট্রিয়ান টিমের হাত ধরে এসেছে সোনা। ৪১ বছর পর এই বিভাগে পদক জিতে ইতিহাস গড়েছে ইকুয়েস্ট্রিয়ান টিম। আর এবার মানুরা শুটিংয়ে দেশকে আরও একটি সোনা উপহার দিলেন।