shono
Advertisement

চলন্ত ট্রেনে বর্ণবিদ্বেষী হামলার শিকার এক এশীয়, সহযাত্রীরা নীরব

দেখুন সেই হেনস্থার ভিডিও। The post চলন্ত ট্রেনে বর্ণবিদ্বেষী হামলার শিকার এক এশীয়, সহযাত্রীরা নীরব appeared first on Sangbad Pratidin.
Posted: 10:23 AM Nov 17, 2017Updated: 05:57 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়রাই তো বটেই, কর্মসূত্রে মার্কিন মুলুকে বসবাসকারী ভিনদেশি নাগরিকদের সংখ্যা নেহাতই কম নয়। এঁদের একটা বড় অংশই আবার বাংলাদেশ, পাকিস্তানের মতো বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক কিংবা বংশোম্ভূত। এতদিন কোনও সমস্যা ছিল না। কিন্তু, ট্রাম্প জমানায় মার্কিন মুলুকে ভিনদেশি নাগরিক বিশেষ করে এশিয়ার লোকেদের হেনস্থার ঘটনা বাড়ছে। এবার উত্তর ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেনে এশিয়ার এক ব্যক্তিকে হেনস্থার করার অভিযোগ উঠল। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দোষীদের শাস্তির দাবিতে সরব নেটিজেনরা।

Advertisement

[মার্কিন মুলুকে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত এক শিখ ছাত্রের]

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম চার্লস উু। সোমবার উত্তর ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেনে তাঁকে মৌখিক ও শারীরিকভাবে রীতিমতো হেনস্থা করেন এক মার্কিন নাগরিক। আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন,  ক্যালিসিয়াম স্টেশনে থেকে ট্রেনে উঠেন অভিযুক্ত ওই মার্কিন নাগরিক। ট্রেনে উঠেই স্থানীয় একটি বাস্কেটবল ম্যাচ নিয়ে খুব জোরে কথা বলতে শুরু করেন ওই ব্যক্তি। অসুবিধা হলেও, তাঁকে কিছু বলেননি চার্লস। কিন্তু, বিষয়টি সেখানেই থেমে থাকেনি। চার্লসের অভিযোগ, বাস্কেটবল ম্যাচ নিয়ে আলোচনা ছেড়ে আচমকাই তাঁর উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে শুরু করেন অভিযুক্ত। প্রতিবাদ করেন চার্লস। অভিযুক্তকে থামাতে যান তিনি। আর তাতেই অগ্নিশর্মা হয়ে উঠেন ওই মার্কিন নাগরিক। চলন্ত ট্রেনে ওই ব্যক্তি চার্লসকে শারীরিকভাবে নিগ্রহ করেন বলে অভিযোগ।

[মার্কিন মুলুকে আক্রান্ত শিখ কিশোর, দূতাবাসের কাছে রিপোর্ট তলব সুষমার]

ঘটনার সময়ে আক্রান্ত ব্যক্তির পাশের সিটে বসেছিলেন ওয়াইসলি ও নামে অপর এক যাত্রী। মোবাইলে গোটা ঘটনা ভিডিও করেন তিনি। এরপর সেই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন আক্রান্ত ব্যক্তির সহযাত্রী। ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ঘটনায় নিন্দা ঝড় ওঠেছে মার্কিন মুলুকে। দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সরব নেটিজেনরা। ঘটনার তদন্ত শুরু করেছেন মার্কিন পুলিশ। তবে অভিযুক্ত এখনও অধরা।

[ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুদণ্ডের ‘নির্দেশ’, প্রবল চাঞ্চল্য পেন্টাগনে]

প্রসঙ্গত, দিন কয়েক আগে ওয়াংশিটনে এক সহপাঠীর হাতেই আক্রান্ত হতে হয়েছিল এক শিখ স্কুলপড়ুয়াকে। পরিবারের অভিযোগ ছিল, ভারতীয় বংশোম্ভূত হওয়ার কারণে ওই শিখ স্কুলপড়ুয়াকে মারধর করেছে তার এক মার্কিন সহপাঠী।

দেখুন ভিডিও:

[জানেন, মুরগিকে ‘ধর্ষণ’ করে কী অবস্থা হল পাক কিশোরের?]

The post চলন্ত ট্রেনে বর্ণবিদ্বেষী হামলার শিকার এক এশীয়, সহযাত্রীরা নীরব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement