shono
Advertisement

Breaking News

প্রশ্ন ফাঁসে বাতিল দশম শ্রেণির পরীক্ষা, বিপাকে মোদির ‘প্রিয়’হিমন্ত

তাঁর পদত্যাগের জন্য সুর চড়িয়েছে বিরোধীরা।
Posted: 08:59 AM Mar 15, 2023Updated: 09:00 AM Mar 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ পুড়ল নরেন্দ্র মোদির অতি সাধের পাত্র অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল করা হল দশম শ্রেণির পরীক্ষা। বাধ্য হয়ে জেনারেল সায়েন্স পেপারের পরীক্ষা বাতিল করে দিল অসমের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (এসইবিএ)। পরীক্ষার নতুন দিন ঠিক করা হয়েছে ৩০ মার্চ। প্রসঙ্গত, সোমবার, ১৩ মার্চ এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

Advertisement

রবিবার রাত হঠাৎই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে প্রশ্ন। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটল? ইতিমধ্যে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অসম সরকার। তদন্তের শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের খবরটি প্রকাশ্যে আনেন অসমের শিক্ষামন্ত্রী রণজ পেগু। তিনি টুইট করেন, ‘চলতি এইচএসএলসি-র সোমবারের জেনারেল সায়েন্স পরীক্ষা বাতিল করা হল। সংবাদমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত খবর প্রকাশের পরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এসইবিএ।’

[আরও পড়ুন: চোখে চোখে কথা বলো…! ভারচুয়াল শুনানিতে প্রকাশ্যেই ‘প্রেমালাপ’ পার্থ-অর্পিতার]

এর পর সোমবার সকালে অসম পুলিশ প্রশ্ন ফাঁস নিয়ে একটি মামলা দায়ের করেছে। বর্তমানে বিষয়টি সিআইডি অসমের তদন্তাধীনও রয়েছে। এ প্রসঙ্গে অসমের ডিজিপি জি পি সিং টুইট করেছেন, ‘সেকেন্ডারি এডুকেশন বোর্ড, অসমের পরিচালিত ১৩ মার্চ তারিখে এইচএসএলসি-এর জেনারেল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সিআইডি অসম ঘটনাটির তদন্ত করবে। আমরা অপরাধীদের এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনব।’

এর আগেও একাধিকবার অসমে প্রশ্ন ফাঁসের খবর সামনে এসেছে। যখন অবিজেপি রাজ্যে সামান্য কোনও ঘটনা ঘটলেই গেরুয়া শিবির থেকে রে রে করে ওঠে, তখন অসমের ক্ষেত্রে কেন সবাই চুপ এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাশাপাশি, বার বার এভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণ করছে শিক্ষামন্ত্রীর ব্যর্থতা, এই  দাবিতে তাঁর পদত্যাগের জন্য সুর চড়িয়েছে বিরোধীরা।

[আরও পড়ুন: ১৮ মাসের বকেয়া DA পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মীরাও! সাফ জানাল মোদি সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement