shono
Advertisement

ভুয়ো এনকাউন্টার মামলায় রায়দান, যাবজ্জীবন মেজর জেনারেল-সহ ৭ জওয়ানের

ভুয়ো এনকাউন্টারে প্রাণ যায় ৫ জনের৷
Posted: 01:13 PM Oct 15, 2018Updated: 01:13 PM Oct 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো এনকাউন্টার মামলায় মেজর জেনারেল-সহ ৭ জন জওয়ানকে দোষী সাব্যস্ত করল সেনাবাহিনীর নিজস্ব আদালত৷ ২৪ বছরের পুরনো একটি ভুয়ো এনকাউন্টার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক৷ অভিযুক্ত সাতজনের মধ্যে রয়েছেন মেজর জেনারেল এ কে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিবেন্দর সিং।

Advertisement

[ত্রিকোণ প্রেমের জের, তরুণীর বাড়ির সামনে আত্মঘাতী যুবক]

অসমের তিনশুকিয়ায় চা বাগানের এক কর্তা খুনের ঘটনাতেই ভুয়ো এনকাউন্টার করা হয়৷ খুনের মামলায় জড়িত সন্দেহে ৯জনকে আটক করা হয়৷ অসমের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা জগদীশ ভুঁইয়া তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এরপর ১৯৯৮ সালের ১৮ ফেব্রুয়ারি এনকাউন্টারে ৫ জনকে খুন করা হয়, বাকি ৪ জনকে ছেড়ে দেওয়া হয়৷ এনকাউন্টারে নিহত ওই ৫ যুবককে আলফা সন্ত্রাসবাদী বলে তকমা দেওয়া হয়৷ মৃতেরা প্রত্যেকেই নির্দোষ, এই দাবি করে পালটা গুয়াহাটি হাইকোর্টে মামলা রুজু করা হয়৷ প্রায় ২৪ বছর পর ১৬ জুলাই ভুয়ো এনকাউন্টার মামলায় মেজর জেনারেল-সহ সাত জওয়ানের বিরুদ্ধে বিচার শুরু হয়৷

[সুস্থ হওয়ার আগেই এইমস থেকে ছুটি নিয়ে বাড়িতে মনোহর পারিকর]

২৭ জুলাই মামলায় দোষী সাব্যস্ত হয় প্রত্যেকেই৷ শনিবার এই মামলার রায় ঘোষণা করে সেনা আদালত৷ অভিযুক্ত সাতজনের মধ্যে রয়েছেন এ কে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিবেন্দর সিং। দোষীদের মধ্যে এ কে লাল মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement